ঢাকা, ১৬ জুন ২০২৪, রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

mzamin

তৃতীয় ধাপে ২৯শে মে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হন। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে বুধবার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনি প্রচারে গেলে সুমনসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হাসপাতালে নেয়ার পথেই মারা যান সুমন। এ ঘটনায় অভিযোগ ওঠে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের বিরুদ্ধে।

নিহত সুমন মিয়া (৪০) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে ও তৃতীয় ধাপে ২৯শে মে অনুষ্ঠেয় নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি একসময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেইতো গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গত সাতই জানুয়ারি।হাবিবুল আউয়াল গোলাম কমিশন হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্যে গোলামীর সর্বোচ্চপ্রমান রেখেছে।

golamgopal
২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status