ঢাকা, ২২ মে ২০২৪, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার

আগামী ৩রা মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এরই মাঝে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলার আগের দিন অর্থাৎ ২রা মে থেকে পাওয়া যাবে টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও মিলবে টিকিট। বরাবরের মতো সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন চট্টগ্রামের দর্শকরা। সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা আর ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। বরাবরের মতো ২০০ টাকা ধরা হয়েছে ওয়েস্টার্ন স্ট্যান্ড টিকিটের মূল্য। ২রা মে থেকে সাগরিকা টিকিট কাউন্টার, নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবে সমর্থকরা।

বিজ্ঞাপন
ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। ৫ ও ৭ই মে সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে। তারপর দুই দলই ঢাকায় ফিরবে। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ই মে ৪র্থ টি-টোয়েন্টি এবং ১২ই মে ৫ম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৩ই মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status