খেলা
কিংসের ট্রেবল নাকি মোহামেডানের টুয়েলভ
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবার
স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু। এরপর রেকর্ড পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শিরোপা জিতে বসুন্ধরা কিংস ইতিহাস গড়েছে। এবার দলটা দাঁড়িয়ে আছে ফেডারেশন কাপের শিরোপার সামনে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের হারাতে পারলেই ইতিহাস গড়ে ট্রেবল জিতবে বসুন্ধরা কিংস। অপরদিকে স্বাধীনতা কাপের শিরোপা খোয়ানো মোহামেডানের লক্ষ্য ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখা। ফেডারেশন কাপের এ পর্যন্ত ১২ বার শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। ১১ বার শিরোপা জিতে তার পরের অবস্থানেই মোহামেডান। ধারে ভারে বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে থাকলেও মোহামেডান ছেড়ে দেয়ার পাত্র নয়। লীগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে একমাত্র হারের স্বাদ দিয়েছে মোহামেডান। দলটির বিরুদ্ধেই স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছিল চ্যাম্পিয়নরা। তাইতো ফাইনালে শিষ্যদের হৃদয় উজাড় করে খেলার তাগিদ দিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। ফাইনালের আগে তিনি বলেন, ‘লম্বা একটা মৌসুম কঠোর পরিশ্রম, নিবেদন ও গোছানো অনুশীলনের পর আমরা এখানে এসে দাঁড়িয়েছি। কালকের (আজকের) ম্যাচটা আরও একটা সুযোগ আমাদের নিজেদের প্রমাণ করার।’ শেষ দুই মৌসুমে মোহামেডান আবারো ফিরে এসেছে বাংলাদেশ ফুটবলের স্পটলাইটে। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে তারা। তাই আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালে নিজেদের ওপর বিশ্বাসটাই রাখতে বললেন কিংস কোচ। তিনি বলেন, ‘আমরা নিজেদের ওপর বিশ্বাসটা রাখছি। একে অপরের ওপর বিশ্বাসটা রাখছি, টেকনিক্যাল, ট্যাকটিকাল ক্ষমতার ওপরও। আমাদের সবকিছু আমরা ঢেলে দেবো কালকের এই ফাইনালে।’ ফাইনালের আগে অবশ্য প্রতিপক্ষ নিয়ে মোটেও বিচলিত নয় মোহামেডান। ফাইনালের আগে তাদের ভাবনায় কেবল নিরপেক্ষ রেফারিং। দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, আমরা পাঁচজন রেফারির বিরুদ্ধে সরাসরি আপত্তি জানিয়ে চিঠি দিয়েছি। আমরা প্রত্যাশা করবো ফাইনালে তাদের বাদ দিয়ে নিরপেক্ষ কাউকে দিয়ে বাফুফে ম্যাচ পরিচালনা করবে। তবে দলটির কোচ আলফাজ আহমেদ এসব নিয়ে ভাবতে চান না। ফাইনালের আগে তিনি বলেন, বসুন্ধরা কিংস ভালো দল। তবে অজেয় না। এরিমধ্যে তাদের আমরা একাধিকবার হারিয়েছি। ছেলেরা আত্মবিশ্বাসী ফাইনালে তাদের হারানো নিয়ে। গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে কিংসের মুখোমুখি হয়েছিল মোহামেডান। সেবার কিংসকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল খেলে মোহামেডান। ফাইনালে তো দিয়াবাতের বাজিমাতে ১৪ বছরের শিরোপা খরা মেটায় সাদা-কালো শিবির। এবার শিরোপা জিতে আবাহনীকে ছুঁতে চায় দলটি। সে লক্ষ্যে শিষ্যদের প্রস্তুত করেছেন জানিয়ে আলফাজ বলেন, আমার দলে বড় তারকা না থাকতে পারে, তবে যারা আছে তারা কিন্তু পারফরমার। তারা এরিমধ্যে নিজেদের প্রমাণ করেছে। আমি বিশ্বাস করি এই ম্যাচেও তার ধারাবাহিকতা বজায় থাকবে। গত ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সুলেমান দিয়াবাত। চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন মালির এই ফরোয়ার্ড। লীগে এরিমধ্যে ১৬ ম্যাচে ১৫ গোল করেছেন। দিয়াবাতেও ফাইনাল ছাড়া আপাতত কোনো কিছু নিয়েই ভাবতে চান না। ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা স্বাধীনতা কাপ জিততে পারিনি। লীগের আশাও শেষ। এখন বাকি কেবল ফেডারেশন কাপ। সেটা অন্তত জিতে আমরা মৌসুম শেষ করতে চাই। এবার মৌসুমে একমাত্র বসুন্ধরা কিংসই হুমকি হয়ে দাঁড়িয়েছে মোহামেডানের সামনে। এখন ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান কি পারবে সেই ধারা বজায় রাখতে। নাকি প্রথমবারের মতো ট্রেবল জিতে মৌসুম শেষ করবে বসুন্ধরা কিংস। পেশাদার যুগে ফুটবল প্রবেশ করার পর যা কেবল ২০১২-১৩ মৌসুমে করেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র।