ঢাকা, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

নয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখবে তো আলোর মুখ!

স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবারmzamin

দেশের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। যেখানে লীগ পর্বে সর্বোচ্চ ১২টি ম্যাচ খেলার সুযোগ পান একেকজন ক্রিকেটার। ফাইনালসহ দুই দলের খেলোয়াড়রা খেলতে পারেন সর্বোচ্চ ১৪টি ম্যাচ। এরমধ্যে প্রতি ম্যাচে একাদশে যে, একজন নিয়মিত খেলবেন তারও নিশ্চয়তা নেই। চারজন বিদেশি খেলার কারণে সুযোগ আরও কমে যায় দেশি ক্রিকেটারদের। অন্যদিকে ধীরে ধীরে ক্রিকেট বিশ্ব দখল করে নেয়া টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে পায়নি। যে কারণে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখনো টাইগারদের অবস্থান ৯ নম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এই ফরম্যাটে উন্নতির জন্য নানা চেষ্টা করে যাচ্ছে। এরমধ্যে অন্যতম সমাধানের পথ হলো ২০ ওভারের ফরম্যাটে বেশি বেশি ম্যাচ খেলা। সুখবর হলো বিসিবি আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অনেকদিন ধরে কিন্তু চিন্তা করা হচ্ছিলো, স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় কি না। যেহেতু বিপিএল একটা হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে বিদেশি ক্রিকেটাররা থাকে। তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টুর্নামেন্ট জরুরি ছিল।’ 

গতকাল বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগ ও জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে মিরপুরে একটি বৈঠকে বসে টুর্নামেন্ট কমিটি। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের পাশাপাশি ঘরোয়া একটি বাড়তি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। এখন শুধু ক্রিকেট বোর্ডের অনুমোদনের অপেক্ষা। জাতীয় ক্রিকেট লীগের ৮ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে তিন কমিটি। এ বিষয়ে নান্নু বলেন, ‘এনসিএলের ৮টি দল নিয়েই ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। এখানে ১২৮ থেকে ১৩০ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবে এবং এই সংস্করণে যে ঘাটতিগুলো আছে তা পূরণের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’ অন্যদিকে আগামী ১৫ই অক্টোবর শুরু হবে প্রথম শ্রেণির লীগ (এনসিএল)। এরপরই আয়োজন হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এ নিয়ে সাবেক প্রধান  নির্বাচক নান্নু বলেন, ‘জাতীয় লীগ এবার ১৫ই অক্টোবর শুরু হবে। তারপর জাতীয় লীগের দলগুলো নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তাবনা বোর্ডে দেয়া হয়েছে।’

ধীরে ধীরে টেস্ট ও ওয়ানডের প্রতি আগ্রহ হারাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরাও। টি-টোয়েন্টির মতো টেস্টেও এখনো নিজেদের খুঁজে ফিরছে। বারবারই জাতীয় ক্রিকেট লীগের মান নিয়ে প্রশ্ন উঠছে। চারদিনের এই ফরম্যাটে কম ম্যাচ খেলা হয় আর সেখানে নেই কোনো প্রতিযোগিতাও। হয়তো সে কারণেই টেস্ট কমিয়ে আয়োজন করা হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লীগের। আর তাই আগামী আসরে এনসিএল ডাবল নয় হবে সিংগেল লীগ পদ্ধতিতে। এ বিষয়ে নান্নু বলেন, ‘এতদিন জাতীয় লীগ দুই স্তরে হতো। এখন সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এটি সিঙ্গেল পদ্ধতিতে হবে। সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।’ 

এ ছাড়াও চারদিনের আরেক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিসিএল) শুরু হবে মে মাসে। সেই সময় থাকবে প্রচণ্ড গরম। আর এমন আবহাওয়াতে চারদিনের ম্যাচ আয়োজনের ব্যাখ্যাও দিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘এবার বিসিএলটা এপ্রিলের শেষ দিক ও মে মাসে অনুষ্ঠিত হবে। এটা গরমে খেলার একমাত্র কারণ এখন আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ গরমে খেলতে হয়। সেই কথা চিন্তা করেই যেহেতু এনসিএলটা একটা ভালো সময়ে হয় অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে তাই এপ্রিল-মে মাসে একটু গরমের মধ্যে বিসিএলটা হবে। এসব সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে উপকৃত করবে আমরা সবাই বিশ্বাস করি। আমাদের দীর্ঘ পরিসরের ক্রিকেটকে এগিয়ে নেবে। আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা যেন বেশিসংখ্যক ম্যাচ খেলতে পারে সেটিও চিন্তা-ভাবনা করা হয়েছে।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status