খেলা
ইউনাইটেডেই খুশি গার্নাচো, কোচকে দেখাতে চান খেলার আগ্রহ
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৮ অপরাহ্ন

ইউরোপের ফুটবলে উঠতি তারকাদের মধ্যে উপরের সারির নাম আলেহান্দ্রো গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরার পর তার প্রতি আগ্রহ দেখায় ইংলিশ প্রিমিয়ার লীগেরই আরেক জায়ান্ট চেলসি ও ইতালির ক্লাব নাপোলি। সামনেই আরেকটি দলবদলের উইন্ডো। তাই এই তরুন আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন উঠছে আবার। তবে গার্নাচো পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, রেড ডেভিলদের আস্তানা ছাড়া আপাতত অন্য কোনোদিকে ভাবনা নেই তার।
গার্নাচোর ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ব্যাপারে গুঞ্জন রটে গত জানুয়ারির শীতকালীন দলদবলের উইন্ডোতে। সেবার চেলসি আর নাপোলির তার প্রতি আগ্রহের কথা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। এবার গ্রীষ্মকালীন দলবদলের আগে নতুন গুঞ্জন, এই উইন্ডোর তহবিল গঠনে গার্নাচোকে বিক্রি করে দিতে পারে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আজ রাতে ইউরোপা লীগের সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে আতিথেয়তা দেবে ইউনাউইটেড। এর আগে সংবাদ সম্মেলনে ২০ বছর বয়সী গার্নাচো উড়িয়ে দেন এই দলবদলের গুঞ্জন। তিনি বলেন, ‘একজন ফুটবলার হিসেবে অবশ্যই আপনি (নিজের) ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুঞ্জন পড়তে এবং শুনতে চাইবেন, কিন্তু আমার এখানে ২০২৮ পর্যন্ত চুক্তি আছে। আমি এখানে খুশি।’ রুবেন আমরিম ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর তার প্রথম একাদশে জায়গা করতে বেগ পেতে হয়েছে গার্নাচোর। গেলো ডিসেম্বরে ম্যানচেস্টার ডার্বির দল থেকে বাদ পড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। রেড ডেভিলদের এই পর্তুগিজ কোচ মনে করেছিলেন যে, ম্যাচের তিন দিন আগে ইউরোপা লীগের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগে তার নির্দেশনা মানেননি গার্নাচো। তবে এরপর থেকে আমোরিমের দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে থাকতে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, সেটি আমরা জানি। এবং আমাদের শুধুমাত্র প্রতিদিন ভালোভাবে অনুশীলন করতে হবে। তবেই আমি সব ম্যাচের জন্য খেলার অবস্থায় থাকবো।’ গার্নাচো যোগ করেন, ‘আমি মনে করি, মৌসুমের মাঝামাঝি সময়ে কোচ এবং পুরো স্টাফদের পরিবর্তন করা সহজ নয়। তবে আমার মনে হয় যে আমার একমাত্র কাজ হচ্ছে প্রতিদিন কঠোর পরিশ্রম করার চেষ্টা করা এবং কোচকে দেখানো যে আমি খেলতে চাই।’