খেলা
আরব আমিরাতে সরিয়ে নেয়া হলো পিএসএল
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১২:০৫ অপরাহ্ন

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চলতি মৌসুমে বাকি আরও আটটি ম্যাচ। এরই মধ্যে ভারতের সঙ্গে চলমান সংঘাতের কারণে টুর্নামেন্টের বাকি অংশ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচগুলোর ভেন্যু আর দিনক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃহস্পতিবার করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ড্রোন হামলার কারণে স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় ডাকা হয় জরুরি বৈঠক। এরপর ম্যাচটির সূচি পুনঃনির্ধারিত করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানান যে তারা টুর্নামেন্টটি আরব আমিরাতে স্থানান্তরিত করার ইচ্ছার কথা জানিয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির বিদেশি খেলোয়াড়েরা ইতিমধ্যেই আরব আমিরাতের বিমান ধরেছেন। পরবর্তী ম্যাচের আয়োজন করতে কিছুদিন সময় লাগবে। কেননা, ম্যাচগুলো কোথায় হবে সেগুলো পিসিবি ঠিক করবে।
পিএসএলের মূল সূচি অনুযায়ী, এই বাকি আটটি ম্যাচের চারটি হওয়ার কথা ছিলো রাওয়ালপিন্ডিতে, তিনটি লাহোরে ও একটি মুলতানে। প্রথম বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে শুধুমাত্র লীগের সূচি পুনঃনির্ধারণের কথা জানানো হয়। পুরো টুর্নামেন্টই যে অন্যত্র সরিয়ে নেয়া হবে, সেটি তখনও জানানো হয়নি। পরে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নাকভি বিবৃতিতে বলে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলাধুলা আর রাজনীতি সবসময়ই আলাদা রাখার পক্ষে। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের চরম দায়িত্বহীন কর্মকাণ্ডের প্রেক্ষিতে, যা স্পষ্টই পিএসএলকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে।’ দুই টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাসহ ছয় দলে খেলছেন মোট ৪০ জন বিদেশী খেলোয়াড়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই বাকি ম্যাচগুলো সেখানে সরিয়ে নেয়া হয়েছে জানিয়ে নাকভি বলেন, ‘টুর্নামেন্ট সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত আমাদের স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের, যারা আমাদের সম্মানিত অতিথিও, তাদের ওপর সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত হামলা থেকে সুরক্ষা দিতে নেয়া হয়েছে।’
সূচি অনুযায়ী আগামী ১৮ই মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সেই সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।