খেলা
পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে নাহিদ,রিশাদকে!
স্পোর্টস ডেস্ক
(২২ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

ফিরিয়ে আনা হচ্ছে পাকিস্তানের পিএসএলে (পাকিস্তান সুপার লীগ) খেলতে যাওয়া নাহিদ রানা, রিশাদ হোসেনকে! বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে দৈনিক মানবজমিনকে।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বেশি ঝুঁকিতে। এমনকি গোটা পাকিস্তান জুড়েই বিরাজ করছে আতঙ্ক। এরই মাঝে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি ড্রোন ভূপাতিত হওয়াতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ মাঠেই আজ সন্ধ্যায় করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পেশোয়ার জালমির হয়ে খেলা বাংলাদেশের নাহিদ রানার।
এদিকে বিদেশি ক্রিকেটাররা একযোগে পিএসএল খেলতে ও পাকিস্তানে অবস্থান করতে আপত্তি জানিয়েছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে তারা জানিয়েছেন এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করতে নিরাপদ বোধ করছেন না ক্রিকেটাররা।