ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

এটাই কি মদরিচের শেষ ইউরো?

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪, বুধবারmzamin

ক্রোয়েট তারকা লুকা মদরিচের নাম সম্ভবত শেষবারের মতো ঘোষিত হলো ইউরোর জন্য। ৩৮ বছর বয়সী মদরিচের চেয়ে বেশি বয়সে মাত্র ৪ জন খেলোয়াড় খেলেছেন ইউরোতে। এবারের ইউরোতে মদরিচ যখন মাঠে নামবেন তখন তার বয়স থাকবে ৩৮ বছর ৯ মাস। এর আগে ইউরোতে খেলা সবচেয়ে বেশি বয়সীদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির গ্যাবর কিরালি (৪০ বছর)। ৩৯ বছর বয়সে খেলেছেন জার্মানির লোথার ম্যাথিউস। ৩৮ বছর ১১ মাস বয়সে ডেনমার্কের মর্টেন ওলসেন ও ৩৮ বছর ১০ মাস বয়সে নেদারল্যান্ডের মার্টিন স্টেকেলেনবার্গ ইউরোতে খেলেছেন। রিয়াল মাদ্রিদ এই মিডফিল্ডারকে মৌসুম শেষেই বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপ করার ক্ষেত্রে দারুণ  ভূমিকা রেখেছিলেন মদরিচ। মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপেও সেরা তিনে জায়গা করে নেয়। ২০২৩ এ নেশন্স লীগের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় তার নেতৃত্বে। সোমবার মদরিচের নাম ঘোষণার সময় ক্রোয়েট ম্যানেজারকে বেশ আবেগঘন হতে দেখা যায়। ম্যানেজার জালাৎকো দালিচ বলেন, ‘সে ক্রোয়েশিয়ার হয়ে খেলার জন্য এবং আমাদের নেতা হওয়ার জন্য সবচেয়ে যোগ্য।’ ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হওয়ার জন্য আর মাত্র একটা টুর্নামেন্ট লাগবে মদরিচের। কিন্তু মদরিচ দলের হয়ে কেমন পারফর্ম করবেন তার ওপর নির্ভর করবে আরও একটি ইউরোতে তাকে দেখা যাবে কি না। রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ মৌসুমে ৩৮ গোল করা এই মিডফিল্ডার এবার পুরো মৌসুমে করেছেন ২ গোল। এমনকি অ্যাসিস্টেও তার নাম নেই। যদিও মদরিচের ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন ক্লাবের সঙ্গে আরও একটা মৌসুম কাটাতে পারেন মদরিচ কিন্তু তা এখনো নিশ্চিত না ক্রোয়েট অধিনায়কের জন্য। এমন মুহূর্তে ইউরোতে দলের দায়িত্ব তুলে দেয়া হলো মদরিচের কাঁধে যখন তার অবসর নেয়ার সময়। জাতীয় দলে ১৭৪ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে মদরিচ করেছেন ২৪ গোল। যদিও বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল দলে থাকার অনিশ্চয়তাও। অধিনায়ক হিসেবে এটাই শেষ কোনো মেজর টুর্নামেন্ট খেলতে নামছেন মদরিচ এটা প্রায় নিশ্চিত। তবে পরের ইউরোতে দলের অংশ থাকবেন কি না সেটি আলোচ্য বিষয়। জল্পনা-কল্পনা চলছে ক্লাব থেকে লুকা মদরিচের বিদায় নিয়েও। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। একসময় মাঠে নিজেকে একাদশের শুরুতেই পেতেন এই রিয়াল তারকা। কিন্তু শেষ কিছু ম্যাচে একাদশে প্রায় শেষদিকে নামানো হচ্ছে তাকে। ক্রোয়েট তারকার প্রতি এটা অনেকটা স্পষ্ট বার্তা রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমের ৩৬ ম্যাচের মাত্র ১৫টিতে প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি। ফুটবল আইকনের সম্ভাব্য শেষ ইউরোর জন্য ক্রোয়েশিয়াও প্রস্তুত। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি তিনি নিজেই টানবেন এমনটাই চায় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তার ওপর কোনো চাপ রাখতে চান না ক্রোয়েট ম্যানেজার। ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার নিজেকে এই মৌসুমে মেলে ধরতে না পারায় অনেকেই তার পরবর্তী গন্তব্য সৌদি প্রো-লীগ বলে ধারণা করছে। 
 

খেলা থেকে আরও পড়ুন

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status