ঢাকা, ২২ মে ২০২৪, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজি-ডর্টমুন্ড, ‘আক্রমণ বনাম হোম সাপোর্ট’

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৪, বুধবার
mzamin

একদিকে পিএসজি’র কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলে আরেকদিকে বরুশিয়া ডর্টমুন্ডের বিখ্যাত গ্যালারি। ফরাসি ক্লাব পিএসজি’র আক্রমণবভাগ যেমন জার্মান ক্লাব ডর্টমুন্ডের জন্য চ্যালেঞ্জিং তেমনি ঘরের মাঠে ডর্টমুন্ডের সাপোর্টাররা পিএসজি’র জন্য আতঙ্ক হতে পারে। চ্যাম্পিয়নস লীগের চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লীগে আজ পিএসজিকে ইধুনা পার্কে আতিথেয়তা দিবে ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ২০১৩ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল খেলবে ডর্টমুন্ড। আর পিএসজি সর্বশেষ সেমিফাইনালে ওঠে ২০২১ সালে। এর আগের বছর ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি তারা। এই ম্যাচে ডর্টমুন্ডের আক্রমণভাগে ফিরতে পারেন ম্যাট হামেলস। বুন্ডেসলীগায় লাইপজিগের বিপক্ষে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন তিনি। তবে ফরোয়ার্ড ডনিয়েল মালেন ও ডিফেন্ডার ইয়ান ম্যাটসেনকে নিয়ে শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
এ ছাড়া গোড়ালির চোটে ভোগা সাবেস্টাইন হালারকেও এই ম্যাচে পাচ্ছে না ডর্টমুন্ড। পিএসজিতে নেই খুব বেশি চোটের সমস্যা। শেষ ম্যাচে বদলি হয়ে নামা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে শুরু থেকেই খেলবেন। কিমপেম্বে অনুশীলনে ফিরলেও এই ম্যাচে খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়। চলতি আসরে এর আগেও মুখোমুখি হয়েছে পিএসজি ও ডর্টমুন্ড।

 এফ গ্রুপের ম্যাচে পিএসজি ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতলেও ডর্টমুন্ড ঘরের মাঠে ১-১ এ ড্র করে। সেমিফাইনালে ওঠার আগে বড় চ্যালেঞ্জ উতরাতে হয়েছে পিএসজিকে। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হারে তারা। এরপর বার্সেলোনার ঘরের মাঠে ৪-২ গোলে জিতে শেষ চারে ওঠে লুইস এনরিকের শিষ্যরা। আর ডর্টমুন্ড অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে সমান গোল করার পর টাইব্রেকারে জয় পায়। এই ম্যাচে ডর্টমুন্ডের জন্য ভয়ঙ্কর হতে পারে পিএসজি’র আক্রমণভাগ। এমবাপ্পের ওপর সব আলো থাকলে দেম্বেলে, গনসালো রামোস ও আসেনসিওরাও পার্থক্য গড়ে দিতে পারেন। এ ছাড়া গোল পোস্টের নিচে দোন্নারোম্মার নির্ভরযোগ্য গ্লাভসও তাদের ভরসা জোগাবে। 

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন এমবাপ্পে। ফলে যাওয়ার আগে পিএসজি’র হয়ে চ্যাম্পিয়নস লীগ জয়ের জন্য মরিয়া হয়ে উঠবেন। আর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন ইংলিশ ফরোয়ার্ড জাডন সাঞ্চো। এ ছাড়া হামেলসের একাদশে ফেরা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাদের। তবে ডর্টমুন্ডের সমর্থকরা সবচেয়ে বেশি তাকিয়ে থাকবে মার্কো রয়েসের দিকে। এই জার্মান ফুটবলার জ্বলে উঠলে জয় পাওয়াটা সহজ হবে তাদের জন্য। গ্রুপ স্টেজে প্রতিপক্ষের মাঠে কোনো ম্যাচ না জিতলেও নকআউট স্টেজে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী পিএসজি। আর ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ডর্টমুন্ড নিশ্চয়ই এগিয়ে থেকে পিএসজি’র মাঠে যেতে চাইবে। আর পিএসজি অবশ্য ড্র করেও সন্তুষ্ট হবে। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লীগের শেষ ১০ ম্যাচে অপরাজিত ডর্টমুন্ড। যেখানে ৬ জয় আর ৪ ড্র। অন্যদিকে চলতি মৌসুমে সর্বোচ্চ ৮ গোল করা এমবাপ্পে আর ২ গোল করলে চ্যাম্পিয়নস লীগে ৫০ গোল করার কৃতিত্ব গড়বেন। 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status