বিশ্বজমিন
অর্থ জালিয়াতি
ভিয়েতনামে বিলিয়নারের মৃত্যুদণ্ড
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

৪৪০০ কোটি ডলার জালিয়াতির মামলায় ভিয়েতনামের বিলিয়নার ত্রুং মাই লানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ভিয়েতনামের ইতিহাসে এটাই সবচেয়ে বিস্ময়কর রায়। একই সাথে বিশ্বে এ যাবতকালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ১১ বছর ধরে দেশের সবচেয়ে বড় ব্যাংকগুলো থেকে তিনি অর্থ লুট করেছেন বলে অভিযোগের প্রমাণ পেয়েছে হো চি মিনের আদালত। একে হোয়াইট কলার ক্রাইম হিসেবে অভিহিত করা হচ্ছে। দেশটিতে খুব কম সংখ্যক নারীকেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তার মধ্যে ত্রুং মাই লান অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটির সাইগন কমার্সিয়াল ব্যাংক থেকে ৪৪০০ কোটি ডলার লোন নিয়েছেন। রায়ে তাকে ২৭০০ কোটি ডলার ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে।
পাঠকের মতামত
Bangladesh must do the same to clamp down corruption.