বাংলারজমিন
কসবায় ৫০ বস্তা চোরাই চিনিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
(১ বছর আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন।
এর আগে সোমবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ির সামনের মূল গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ হাতেনাতে নুরুন্নবী আজমলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক আজমলের দেয়া তথ্য মতে, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়।
তিনি আরও জানান, মোট ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় আজমলকে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
পাঠকের মতামত
দেশটাই যেখানে তাদের,সেখানে চোরাই লিখছেন কেন ? দেশে চিনির চাহিদা মিটিয়ে মূল্য হ্রাস করার প্রয়াস মাত্র।
This is the evidence that awami league comes to power to give and not the opposit.
Thanks, Intillegence Police.
দেশে চিনির চাহিদা মিটিয়ে মূল্য হ্রাস করে দেশের মানুষের উপকার করতে চেয়েছিলেন । মাদক আনেন নি ?
Bhai Eid bonus.