বাংলারজমিন
বান্দরবানে বিপন্ন প্রজাতির ভাল্লুক উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৪, বুধবার
বান্দরবানের আলীকদম উপজেলায় বিপন্ন প্রজাতির দু’টি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. আলাউদ্দিন (২৪) নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়। গতকাল সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন। আলাউদ্দিন আলীকদম ইউপি’র উত্তর পালং পাড়ার শামসুল আলমের ছেলে। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিন নামে এক মোটরবাইক আরোহীকে তল্লাশি করে অচেতন অবস্থায় দু’টি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করা হয়। বন্যপ্রাণী পাচারের দায়ে মোটরবাইকসহ গ্রেপ্তার করা হয় তাকে। তিনি আরও বলেন, উদ্ধার করা ভাল্লুক শাবকগুলো চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বনবিভাগের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া বান্দরবানের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবান পুলিশ সচেষ্ট আছে।