ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই খেলার মধ্যে নেই বাংলাদেশ নারী ক্রিকেট দল। কক্সবাজারে মেয়েদের বয়সভিত্তিক দল একটি ত্রিদেশীয় সিরিজ খেললেও জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন খেলার বাইরে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ের মধ্যদিয়ে মাঠে ফিরেছে তারা। আগামীকাল শুরু হবে মেয়েদের স্পিন বোলিং ক্যাম্প। চার দিনের সেই ক্যাম্প শেষে ক্রিকেটাররা যাবেন খুলনায়। সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই নারী দলের এই কর্মযজ্ঞ। আগামী ১৬ মার্চ নারী ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরপর এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।

কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী। নারী ক্রিকেটের হেড অব অপারেশনসের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমন নারী দলের ব্যস্ততা বাড়াতে চান মেয়েদের ঘরোয়া ক্রিকেটেও। যদিও জাতীয় দলের খেলা ও ভেন্যুুসংকটের কারণে আট দলের জাতীয় ক্রিকেট লীগ আয়োজনের উপায় খুঁজে পাচ্ছে না বিসিবি। তবে সুমন এখনো আশা ছাড়েননি। মেয়েদের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, ‘আট দলের টুর্নামেন্ট যেহেতু, টুর্নামেন্টটা করতে পারলে খুব ভালো হবে। অনেক ক্রিকেটার উঠে আসবে। ধারাবাহিকতারও একটা ব্যাপার আছে। গতবার হয়েছে, এবারও হওয়া উচিত। চেষ্টা করব যেভাবেই হোক টুর্নামেন্টটা করার।’ সুমন জোর দিতে চান মেয়েদের লংগার ভার্সন ক্রিকেটেও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একটা দুই দিনের টুর্নামেন্ট আছে। সেটাকে এখন থেকে তিন দিনের করব।’ বিপিএলের আদলে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগের চিন্তাও আছে বিসিবি’র। কিন্তু সময় ও ভেন্যু সমস্যার কারণে এখনই তা আলোর মুখ দেখছে না। আপাতত মেয়েদের ঘরোয়া ক্রিকেটে যেসব টুর্নামেন্ট হয়ে আসছে, সেগুলো রেখেই ঘরোয়া ক্রিকেট সূচি সাজানোর পরিকল্পনা সুমনের। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status