বাংলারজমিন
৩৪ বস্তা চিকিৎসাসামগ্রীসহ বরগুনায় সরকারি হাসপাতালের স্টোরকিপার গ্রেপ্তার
বরগুনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারপিআরএল-এ থাকা বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুদাম রক্ষকের বাসায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই চিকিৎসাসামগ্রী ও সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল আ. খালেক (৬০)এর নামে মামলা নিয়ে বরগুনা জেলহাজতে পাঠিয়েছে বামনা থানা পুলিশ। তিনি উপজেলার হাসপাতাল রোডস্থ মরহুম রহমত আলীর ছেলে।
এর আগ গত রোববার দুপুরে বামনা হাসপাতাল থেকে চিকিৎসাসামগ্রী চুরি করার সময় হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে বামনা থানা পুলিশ তার বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই চিকিৎসাসামগ্রী ও সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধার করে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত গুদামরক্ষক ও উপ-সহকারী মেডিকেল অফিসার জহিরুল ইসলাম সুমন বাদী হয়ে বামনা থানায় খালেককে আসামি করে চুরি ও চুরির মালামাল মজুত রাখার অভিযোগে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানান, পিআরএল-এ থাকার পরেও খালেক প্রায়ই গুদামে যাতায়াত করতেন। বিষয়টি সন্দেহ হলে তিনি ঘটনার দিন সিসিটিভি ফুটেজে তাকে পুনরায় স্টোর রুমে প্রবেশ করতে দেখতে পান। একটি বাজারের ব্যাগে কিছু নিয়ে রুম থেকে বের হওয়ার ফুটেজ দেখে তাকে চিকিৎসাসামগ্রীসহ হাতেনাতে ধরে ফেলেন। ঘটনাটি তাৎক্ষণিক থানায় জানালে পুলিশ এসে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে আরও কিছু চিকিৎসাসামগ্রী উদ্ধার করে। ওসি তুষার কান্তি মণ্ডল বলেন, খালেকের হাসপাতাল রোডের বাসভবনে অভিযান পরিচালনা করে বাসার ভিতরে থাকা গুদাম থেকে ৩৪ বস্তা সরকারি চিকিৎসাসামগ্রী ও ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই গুদামরক্ষককে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।