ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ব্যাটে-বলে দেশিদের রাজত্ব

স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার
mzamin

সাত দলের বাংলাদেশ প্রিমিয়ার লীগে এরইমধ্যে শেষ হয়েছে রাউন্ড রবিন লীগের খেলা। প্রত্যেকে দু’বার করে একে-অপরের মুখোমুখি হয়েছে। প্রথম পর্বের খেলা শেষে প্লে-অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বুরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের প্রথম পর্ব শেষে হিসাব-নিকাশের পালা। বিদেশি ক্রিকেটারদের ভিড়ে এবার বেশি উজ্জ্বল দেশি ক্রিকেটাররা। ব্যাটারদের মধ্যে সবার নজর কেড়েছেন তরুণ তাওহীদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। আসরের তিন সেঞ্চুরিয়ানের মাঝে আছেন এ দু’জন। যদিও শেষ দিকে এসে ধারাবাহিক ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে অভিজ্ঞ তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৩৯১ রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডার তাওহীদ হৃদয় একটি সেঞ্চুরি করেছেন। আরেকটি সেঞ্চুরির কাছাকাছি (৯১*) ইনিংস খেলেছেন। তাতে ১২ ম্যাচে ১২ ইনিংস শেষে ৩৮.৩ গড়ে তার রান ৩৮৩। তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিম। ১১৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন। ১১ ম্যাচে ৩৪.৭২ গড়ে রান করেছেন ৩৮২। আসরে সেরা দশ ব্যাটারের মধ্যে দুইজন মাত্র বিদেশি ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। বোলারদের মধ্যে আধিপত্য ধরে রেখেছেন দেশিরা। তালিকায় সবার উপরে আছেন টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেয়া দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ২২টি।  ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে একই দলের শেখ মেহেদী হাসান। ১৬.৯৩ গড় এবং ৬.৯৯ ইকনোমি রেট এই অফস্পিনারের। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৪ উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিলাল খান রয়েছেন চার নম্বর স্থানে। হাসান মাহমুদ নিয়েছেন ১৩ উইকেট।

সর্বাধিক রান
খেলোয়াড়  ম্যাচ রান সর্বোচ্চ  গড়  স্ট্রা. রেট  ১০০/৫০
তামিম ইকবাল (বরিশাল)  ১২  ৩৯১  ৭১  ৩২.৫৮  ১২৬.১২  ০/২ 
তাওহিদ হৃদয় (কুমিল্লা)  ১২   ৩৮৩  ১০৮*  ৩৮.৩  ১৪৯.৬  ১/১
তানজিদ তামিম (চট্টগ্রাম)  ১১  ৩৮২  ১১৬  ৩৪.৭২  ১৩৬.৪২  ১/২
অ্যালেঙ রস (ঢাকা)  ১১  ৩৫২  ৮৯*  ৩৯.১১  ১৩৪.৮৬  ০/৪
মুশফিকুর রহীম (বরিশাল)  ১২  ৩১৪  ৬৮*  ২৮.৫৪  ১২৩.৬২  ০/৩
মোহাম্মদ নাঈম (ঢাকা)  ১২  ৩১০  ৬৪  ২৫.৮৩  ১১৯.৬৯  ০/২
এনামুল হক বিজয় (খুলনা)  ১২  ২৯৬  ৬৭*  ৩২.৮৮  ১২০.৮১  ০/৩
লিটন দাস (কুমিল্লা)  ১২  ২৯২  ৮৫  ২৪.৩৩  ১২৬.৮৯  ০/২
আফিফ হোসেন (খুলনা)  ১২  ২৭৮  ৫২  ২৭.৮  ১২০.৮৬  ০/১
টম ব্রুস (চট্টগ্রাম)  ৮  ২৬১  ৫১*  ৫২.২  ১২৬.৬৯  ০/২

সর্বাধিক উইকেট
খেলোয়াড়  ম্যাচ  ওভার   মে. উই.  গড়  ইকোনমি 
শরিফুল ইসলাম (ঢাকা)  ১২  ৪৪.৪  ০  ২২  ১৫.৮৬  ৭.৮১
সাকিব আল হাসান (রংপুর)  ১১  ৪২.২  ১  ১৭  ১৫.৫২ ৬.২৩
মেহেদী হাসান (রংপুর)  ১২  ৩৬.২  ১  ১৫  ১৬.৯৩  ৬.৯৯
বিলাল খান (চট্টগ্রাম)  ১২  ৪৫.২ ০  ১৪  ২৫.৭৮  ৭.৯৬
হাসান মাহমুদ (রংপুর)  ১২  ৩৮.০ ০  ১৩  ২৪.৭৬  ৮.৪৭
তাসকিন আহমেদ (ঢাকা)  ১২  ৪৪.০ ০  ১৩  ২৮.১৫  ৮.৩১
তানভির ইসলাম (কুমিল্লা)  ১১  ২৯.১  ১  ১২  ১৮.০৮  ৭.৪৪ 
মোস্তাফিজুর রহমান (কুমিল্লা)  ৯  ২৭.৩ ০  ১১  ২৩.৯  ৯.৫৬
তানজিম সাকিব (সিলেট)  ৯  ৩১.০ ০  ১১  ২৬.৮১  ৯.৫১
শহিদুল ইসলাম (চট্টগ্রাম)  ১১  ৩৮.০  ১  ১১  ২৯.৭২  ৮.৬০
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status