বাংলারজমিন
নরসিংদীতে ৯ দিনব্যাপী একুশে বইমেলা
নরসিংদী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদদের স্মরণে নরসিংদীতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা। জেলা প্রশাসনের উদ্যোগে মেলাটি ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ‘পড় বই, গড় দেশ’ স্লোগানকে সামনে রেখে বই পড়া ও শুদ্ধ উচ্চারণ এই অঞ্চলের আপামর মানুষের মাঝে সঞ্চালনের লক্ষ্যে এবারের বইমেলা নরসিংদীর প্রাণকেন্দ্র নরসিংদী সরকারি কলেজের শিক্ষা চত্ব্বরের পার্শ্ববর্তী বঙ্গবন্ধু পৌর পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনীসহ মোট ৬৮টি প্রতিষ্ঠানের প্রায় ১০০টি স্টল প্রদর্শিত হবে। পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন বই পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় কৃষ্টি-কালচারের উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান বিতর্ক, কুইজ, সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গণমাধ্যমকর্মীদের জন্যেও থাকছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ মিডিয়া কর্নার। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে জানিয়েছেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় জেলা প্রশাসক বলেন, পৃথিবীর একমাত্র জাতি আমরা, যারা নিজেদের মায়ের মুখের ভাষার দাবি আদায় করতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছি। মাতৃভাষার জন্য বিরল এই আন্দোলনে শেষপর্যন্ত সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অসংখ্য অকুতোভয় প্রাণের অপরিসীম ত্যাগ ও সাহসিকতায় আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার অধিকার। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের।