বাংলারজমিন
একদিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হতে চলেছে। তবে এদিন দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।