খেলা
চাকরি খোয়াচ্ছেন বায়ার্ন কোচ
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারসময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। টানা তিন হারে ধুঁকতে থাকা বাভারিয়ানরা রয়েছে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ের শঙ্কায়। বুন্দেসলিগা শিরোপা জয়ের সম্ভাবনা কমছে দিনদিন। টানা ব্যর্থতায় মেয়াদ ফুরানোর আগেই চাকরি হারাচ্ছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। মিউনিখের ক্লাবটি জানিয়েছে, মৌসুম শেষেই জার্মান কোচকে বিদায় করবে তারা। বুন্দেসলিগার চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বায়ার্ন মিউনিখ। যে প্রতিযোগিতায় তারা সবশেষ ১১ বারের চ্যাম্পিয়ন, সেখানেই এ মৌসুমে এখন তারা শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ল্যাজিওর কাছে হেরেছে বাভারিয়ানরা। নিজেদের শেষ ৩ ম্যাচে ৭ গোল হজম করা বায়ার্ন দিতে পেরেছে মাত্র দুই গোল। সবমিলিয়েই মৌসুম শেষে টুখেলকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। গতকাল ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মলূত ২০২৫ সালের ৩০শে জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০শে জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ২০২৩ সালের ২৪শে মার্চ বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হন টমাস টুখেল। জার্মান কোচের অধীনে গত মৌসুমে জার্মান বুন্দেসলিগা জেতে বাভারিয়ানরা। টুখেলের কোচিংয়ে ৪৪ ম্যাচে ২৮ জয় এবং ১১ হার পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৫টি ম্যাচ ড্র।