বাংলারজমিন
সঞ্জীব কুমার দেবনাথের ‘স্বরগীতিমালিকা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথের লেখা ‘স্বরগীতিমালিকা’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার সন্ধ্যায় একুশের বই মেলায় মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, উপলব্ধির নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. শরীফ উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য কৌষিক প্রমুখ। তিতাস গ্যাসের সাবেক কোম্পানি সচিব, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, লেখক সঞ্জীব কুমার জানান, নিজের লেখা সুর ও স্বরলিপি করা আধুনিক, দেশাত্মবোধক, রাগপ্রধান, গণসংগীতসহ মোট ৭২টি গানের সমন্বয়ে ‘স্বরগীতিমালিকা’ গ্রন্থটি। সংগীত শিক্ষাগুরু উস্তাদ আবদুল হামিদকে উৎসর্গকৃত গ্রন্থটির ভূমিকা লিখেছেন সংগীতগুণি সৈয়দ আবদুল হাদী। বইটি প্রকাশ করেছে মেলা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন মানস দেবনাথ হৃদয়। গ্রন্থটি ‘মেলা প্রকাশনীর’ ৬৮৭ ও ৬৮৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গ্রন্থটিতে স্বরলিপিকৃত ৩টি গানে সৈয়দ আবদুল হাদী, ৩টি গানে প্রয়াত সুবীর নন্দী, ২টি গানে ফেরদৌস আরা এবং ২টি গানে আলম আরা মিনু কণ্ঠ দিয়েছেন। প্রসঙ্গত এর আগে সঞ্জীব কুমার দেবনাথের একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে ‘নীলনদের দেশে’, ‘সংগীত স্বরূপ’, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে পূর্ববাংলা’ ও ‘ভাষা আন্দোলনে সরাইল প্রাথমিক শিক্ষক সমিতি’।