ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মসজিদের মাইকে ডেকে দু’গ্রামের সংঘর্ষ, আহত ৮

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার

গান শোনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মসজিদের মাইকে ডেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোপালদিয়াড় ও বাঁশবাড়িয়া দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে সেবাবাগ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের মাইকে লোকজন ডেকে মারামারির জন্য একত্রিত করে বাঁশবাড়িয়া গ্রামবাসী। স্থানীয়রা জানায়, সোমবার আনুমানিক রাত ৮টার সময় সুন্দরপুর হাটবোয়ালিয়া বাজারে বাঁশবাড়িয়া গ্রামের ইমরানের সঙ্গে বাকবিতণ্ডা হয় গোপালদিয়াড় গ্রামের এনামুল নামের আরেক ব্যক্তির সঙ্গে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় হাটবোয়ালিয়া বাজারে থাকা লোকজন তাদের দু’জনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর তারা গ্রামে ফিরে উভয়ে তাদের গ্রামের মানুষকে বিষয়টি জানায়। পরে ইমরানকে নিয়ে তার পরিবারের সদস্যরা বাড়ি ফেরার সময় গোপালদিয়াড় গ্রামবাসী সেবাবাগ বাজার নামক স্থানে আবার ঝামেলা শুরু হলে বাঁশবাড়িয়া গ্রামের মসজিদের মাইকে মাইকিং করে মারামারির জন্য লোকজনকে একত্রিত করে। পরে আলমডাঙ্গা থানা, ওসমানপুর পুলিশ ফাঁড়ি ও হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাঁশবাড়িয়া গ্রামের ইউনুচ আলীর ছেলে নান্নু (৩৩), মহিদুল ইসলামের ছেলে জীবন আলী (২৮) ও মৃত ফাকের আলীর ছেলে ইউনুচ আলী (৫৫) আহত হয়েছেন। গোপালদিয়াড় গ্রামের আহত হয়েছেন- জামাত আলীর ছেলে আশিক (২৪), মৃত আজগর আলীর ছেলে চাঁদ আলী (৫২), শুকুর আলীর ছেলে ইকলাচুর রহমান (৩০), আক্তার আলীর ছেলে সাহাবুল হক (৩৫) ও আব্দুল বারেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, মাইকে প্রচারের বিষয়টি আমার জানা নেই। তবে দুই গ্রামের কয়েকজন মানুষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। কোনো পক্ষের অভিযোগ আমরা পাইনি। তারপরও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status