বিশ্বজমিন
তেল সংকটে সহায়তা চেয়ে পুতিনকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের চিঠি
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৪ অপরাহ্ন

শ্রীলঙ্কা যখন জ্বালানি তেল সংকটে দিশেহারা, তখন তেল কেনায় সহযোগিতা আহ্বান করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অফিসের একটি ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। ওই চিঠিতে কি লিখেছেন গোটাবাইয়া, তার বিস্তারিত জানা যায়নি। তবে সহসাই এই দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এমনও হতে পারে গোটাবাইয়া মস্কোতে সরকারি সফরে যেতে পারেন।
শ্রীলঙ্কা এখন ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে। শুধু অত্যাবশ্যক প্রয়োজনে জ্বালানি তেল দেয়া হচ্ছে। এর আওতায় আছে স্বাস্থ্য ও খাদ্য পরিবহন খাতের যানবাহন। সূত্রের মতে, এই সংকট আগামী ১০ই জুলাই পর্যন্ত স্থায়ী হবে। সেখানে তেলবাহী পরবর্তী শিপমেন্ট যেতে পারে ১০ই জুলাই থেকে ১২ই জুলাইয়ের মধ্যে। সূত্র আরও নিশ্চিত করেছেন যে, নগদ অর্থের বিনিময়ে জ্বালানি তেলের চারটি শিপমেন্ট পাঠাতে রাজি হয়েছে ভারত।
৪ঠা জুলাইয়ের পরে পরবর্তী শিপমেন্ট আসার কথা আছে। সে পর্যন্ত অত্যাবশ্যকীয় সার্ভিসে আরও ৭৫০০ টন ডিজেল সরবরাহ দেবে লংকা ইন্ডিয়ান অয়েল কোম্পানি। এই তেল তাদের কাছ থেকে কিনছে সরকার। আগের সরবরাহগুলোর প্রচুর অর্থ বাকি থাকার কারণে শ্রীলঙ্কাকে এখন আর কেউই নিয়মিতভাবে তেল সরবরাহ দিতে রাজি হচ্ছে না। এরই মধ্যে তেল কেনা নিয়ে নতুন একটি চুক্তি করতে কাতার সফর করেছেন শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা। তার সঙ্গে ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রী আহমেদ নাজির।