ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পুলিশের কাছে হেরে অবনমনের শঙ্কায় মুক্তিযোদ্ধা সংসদ

স্পোর্টস রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

একপেশে লড়াইয়ে শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। ১৭ রাউন্ড শেষে দ্বিতীয়স্থানে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের। বড় কোনো অঘটন না ঘটলে টানা তৃতীয়বারের মতো লীগ শিরোপা জিততে যাচ্ছে কিংস। শিরোপা লড়াই খুব একটা না জমলেও রেলিগেশন নিয়ে চলছে তুমুল লড়াই। গতকাল বাংলাদেশ পুলিশের কাছে হেরে স্বাধীনতা ক্রীড়া সংঘ, উত্তর বারিধারা ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে এই লড়াইয়ে যোগ দিলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ পুলিশের কাছে ৪-১ গোলে পরাজিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন ক্রিস্তিয়ান কুয়াকো ও ম্যাথিউস বাবলু। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা। সমান পয়েন্ট নিয়ে এরপরের অবস্থানে রহমতগঞ্জ।

বিজ্ঞাপন
৯ পয়েন্ট নিয়ে তলানিতে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে উত্তর বারিধারা।    এদিন ম্যাচের তৃতীয় মিনিটে গোলরক্ষক মোস্তাকের ভুল পাসে বক্সের মধ্যেই বল পেয়ে যান পুলিশের ক্রিস্তিয়ান কুয়াকো। দেখে শুনে ডান পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন আইভরি কোস্টের এই ফরোয়ার্ড। ১৮ মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত থেকে জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানির ক্রসে বাইসাইকেল শটে লক্ষ্যভেদ করেন সুদি আব্দুল্লাহ। ২৬ মিনিটে কুয়াকোর গোলে আবারো এগিয়ে যায় পুলিশ। আমিরুদ্দিজ শরিফির বাড়ানো পাসে বল জালে জড়ান কুয়ায়কো। প্রথম দুই গোল হজমেই শিশুতোষ ভুল করা গোলরক্ষক মোস্তাককে তুলে ৩১ মিনিটে রাজীবকে মাঠে নামান মুক্তিযোদ্ধার মালয়েশিয়ান কোচ রাজা ঈশা। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান ৩-১ করে ফেলে পুলিশ। কুয়াকোর পাসে গোল করেন ম্যাথিউস বাবলু। নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল আদায় করেন ম্যাথিউস বাবলু। এতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ। এ হারে অবনমনের শঙ্কা আরো বাড়লো ঐতিহ্যবাহী দল মুক্তিযোদ্ধা সংসদের। লীগে মুক্তিযোদ্ধার ম্যাচ বাকি চারটি। একমাত্র রহমতগঞ্জ ছাড়া তাদের বাকি তিন প্রতিপক্ষ মোহামেডান, আবাহনী লিমিটেড ও শেখ রাসেল বেশ শক্তিশালী দল। লীগে টিকে থাকতে শনিবার রহমতগঞ্জকে হারাতেই হবে ২০১১ ও ২০১২ মৌসুমে রানার্সআপ হওয়া মুক্তিযোদ্ধার। পাশাপাশি বাকি তিন ম্যাচেও পয়েন্ট পেতে হবে তাদের। নইলে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের মতো প্রিমিয়ার লীগ থেকে ছিটকে পরবে তারা।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status