ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘নেইমারকে যে কোচ উইংয়ে খেলায়, সে একটা গাধা’

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

কাতার বিশ্বকাপেরও হট ফেভারিট পাঁচবারের চাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে সেলেসাওরা। আর তাদের বিশ্বকাপ স্বপ্নের কেন্দ্রেই রয়েছে  সুপারস্টার নেইমার। কিন্তু হঠাৎ করেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দলে নেইমারের অবস্থান নড়বড়ে। তবে ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি (তিতে) এর পেছনে নেইমারের চেয়ে কোচের দায় বেশি দেখছেন। তিনি বলেন, যে কোচ নেইমারকে উইংয়ে খেলায়, সে একটা গাধা! ক্যারিয়ারজুড়ে বেশ কিছু পজিশনে খেলেছেন নেইমার। ব্রাজিল কোচ তিতে যেমন খেলাচ্ছেন তাকে ফাইনাল প্লেমেকার হিসেবে। এর আগেও তার ভূমিকাটা মোটামুটি একই ছিল ব্রাজিল দলে। ৭৪ গোল করে নেইমার জানান দিচ্ছেন, ভূমিকাটায় ভালোই স্বচ্ছন্দ তিনি। তবে লেফট উইংয়েও নেইমার পারদর্শী।

বিজ্ঞাপন
২০১৪-১৫ মৌসুমে সাবেক ক্লাব বার্সেলোনা যে ‘ট্রেবল’ জিতেছিল, তাতে তার অবদান ছিল স্পষ্ট। লুইস সুয়ারেজ আর লিওনেল মেসির সঙ্গে সেই দলে নেইমারকে খেলতে হতো লেফট উইংয়ে। এর পরের দুই মৌসুমেও একই জায়গায় খেলে দারুণ পারফর্ম করেছেন তিনি। সদ্যসমাপ্ত মৌসুমে মেসি পিএসজিতে পাড়ি জমানোর পর তার ভূমিকাটা লেফট উইংয়ে চলে গেছে।  কোচ তিতে মনে করেন নেইমারকে উইংয়ে খেলালে তার সৃষ্টিশীলতাকেই একটা গণ্ডিতে আবদ্ধ করে দেওয়া হয়। সমপ্রতি সেক্সত্রা এস্ত্রেলা পডকাস্টকে তিতে বলেন, ‘সে (নেইমার) কোনো সমস্যা সৃষ্টি করছে না, বরং সমস্যার সমাধান সে-ই।’ নেইমারকে ফাইনাল প্লেমেকার হিসেবে খেলালে যে সমস্যাটা সৃষ্টি হয় তা হলো তার বল হারানো। এরপর দলকে প্রতি আক্রমণ হজমের শঙ্কাও বয়ে বেড়াতে হয়। তবে কোচ তিতে এর ইতিবাচক দিকটা দেখতে চাইলেন। জানালেন, নেইমার এখান থেকে যে সুযোগগুলো গড়ে দেবে, সেটাই তো ম্যাচের ভাগ্য বদলে দেবে! তিতে বলেন, ‘লোকে বলে নেইমার সেখানে খেললে ভুল করবে অনেক বেশি। কিন্তু তার জায়গাটাই এমন, যেখানে সে অনেক বেশি ভুল করবে। কারণ সে যা সৃষ্টি করবে, সেটাই ম্যাচের নির্ণায়ক হয়ে যাবে। যদি কোনো কোচ নেইমারকে উইংয়ে খেলায়, তাহলে আমি তাকে বলবো, সে একটা গাধা। সেটা তার মতো একটা গুণসম্পন্ন খেলোয়াড়ের সৃষ্টিশীল সত্ত্বাকে অনেকাংশে একটা গণ্ডিতে আটকে দেয়।’ তিতে বলেন, ‘সৃষ্টিশীলতা মোটেও ধারাবাহিক ঘটনা নয়, বরং এটা ঘটে হঠাৎ, পরিস্থিতিমতো হয়ে যায়। হ্যাঁ, সে অনেক বেশি ভুল করবে, কিন্তু তার সৃষ্টিশীল গুণটার বিকাশ যেখানে সবচেয়ে বেশি ঘটবে, সেখানেই তাকে দরকার।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status