বাংলারজমিন
ফুলবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, মামলা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারকুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ভুক্তভোগীকে গত রোববার রাতে উদ্ধার করে সোমরার বিকালে পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগীকে একা পেয়ে রাসমেলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহাগ (১৯), একই গ্রামের রফিকুল ইসলাম অপুর ছেলে ময়নুল ইসলাম (২১) ও মজিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) পালাক্রমে ধর্ষণ করে। কিছুক্ষণ পর পথচারীরা রাস্তার ধারে বাইসাইকেল পড়ে থাকতে দেখে এদিক সেদিক খোঁজাখুঁজি করলে নদীর ধারে ৩ জনকে দেখতে পায়। ঘটনার পর আপস মীমাংসার জন্য স্থানীয় মাতব্বররা রোববার সারাদিন ওই পরিবারের ওপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন। এ বিষয়ে ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠকের মতামত
দেবনাথের তো দেখি ছড়াছড়ি।