বাংলারজমিন
রংপুরে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবাররংপুরে পুকুর থেকে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ফকিরান গ্রামের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মর্জিনা বেগম ওই গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। তথ্যটি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মর্জিনা বেগম গতকাল সকালে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর তার লাশ বাড়ির পার্র্শ্ববর্তী পুকুরে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৩
মুরাদনগরে ধর্ষণকাণ্ড / ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
১০