বাংলারজমিন
যশোরে খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগ শুরু
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৪ জুলাই ২০২৫, শুক্রবারযশোরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। সকল ধরনের বিতর্ক এড়াতে এবং জবাবদিহিতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছেন ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত সরকারের নিয়োগকৃত ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে যশোরের ৮টি পৌরসভা ও ৮টি উপজেলায় নতুন করে খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। গতকাল যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২ জন ওএমএস ডিলার নিয়োগের জন্য সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এক লটারি সভার আয়োজন করা হয়।
সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ এবং ওএমএস ডিলার হতে আগ্রহী শতাধিক আবেদনকারী উপস্থিত ছিলেন।