বাংলারজমিন
না ফেরার দেশে কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবার
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম আর নেই। তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) সকাল সাড়ে এগারো ঘটিকার দিকে ঢাকার ধানমণ্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শরীরের নানান জটিলতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি), উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।