বাংলারজমিন
বঙ্গোপসাগরের ট্রলারডুবি
তিন ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ৭ জেলেকে উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবারবঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলেসহ একটি মাছ ধরার ট্রলার সাগরে নিমজ্জিত হওয়ার ঘটনায় ৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার ভোর ৪টায় মাছ শিকারের উদ্দেশ্য সমুদ্রযাত্রা করেন মাহবুব মাঝিসহ ৭ জেলে। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোরে সমুদ্রে ট্রলারটি নিমজ্জিত হয়। জানা যায়, প্রথমে রেসকিউ টিম ও স্থানীয় জেলেদের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে পরে তাদের তথ্য থেকে বাকি পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন- মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন (৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০)। তারা সবাই কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এ ছাড়া তানিম (২০) তালতলী উপজেলার বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।
ট্রলারে থাকা মাহবুব মাঝি বলেন, আমরা ভোর ৪টায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করি। সমুদ্র উত্তল থাকায় আমাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। পট নিয়া ২ জনে ভাসতে থাকলে অন্য একটি ট্রলার তাদেরকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় আমরা সবাইকে জীবিত উদ্ধার করি। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সৈকতে দায়িত্ব পালনের সময় আমাদের সদস্যরা দুই জেলেকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত স্পিডবোট পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে বাকিদেরও উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার পর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে যায়।