বাংলারজমিন
হত্যা মামলার ২৮ বছর পর রায়ে সকল আসামি খালাস
ফেনী প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবারফেনীতে ২৮ বছর পূর্বের একটি হত্যা মামলায় ১২ আসামির সকলকে খালাস দিয়েছেন বিচারক। গতকাল বিকালে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় প্রদান করেন। দীর্ঘ বিচারকালে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সকল আসামিকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় জামিনে থাকা পাঁচ আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের এপিপি মিজানুর রহমান সেলিম।
১৯৯৭ সালে খুন হওয়া ব্যক্তির নাম একেএম ফজলুল হক ওরফে মনসুর (২৫)। তিনি ফুলগাজী উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ছিলেন। তার বাবার নাম আব্দুল গফুর ওরফে গফুর চেয়ারম্যান। তিনি তৎকালীন ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ বিষয়ে ফেনী জজ আদালতের পিপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা কাঠ ব্যবসায়ীর প্রতিপক্ষকে হামলা করতে গিয়ে বড় ভাইয়ের মিসফায়ার গুলিতে ছোট ভাই ফুলগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি মনসুর গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে প্রতিপক্ষকে মামলার আসামি করে হত্যাকারী মোহাম্মদ হানিফ ওরফে বাবু নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘ ২৮ বছরেও আদালতে রাষ্ট্রপক্ষ মামলার কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় আদালত মামলার সকল আসামিকে খালাস করে দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মিজানুর রহমান সেলিম। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শাহজাহান সাজু, শরফুদ্দিন মাহমুদ মানিকসহ একাধিক আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম শাহজাহান সাজু বলেন, আসামিরা নির্দোষ থাকার পরেও তাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘ বিচারকার্য শেষে আসামিরা খালাস পেয়েছেন। হত্যাকারী নিজেই বাদী এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত মামলার আসামিরা কেউই এ হত্যার সঙ্গে জড়িত না। কয়েকজন আসামি ভুক্তভোগীকে ওই রাতে আটকে রেখেছে (অপহরণ করেছে) ঠিকই। তবে হত্যার সঙ্গে যে বা যারা জড়িত তারাই মামলাটি পরিচালনা করেছেন। যে কারণে রাষ্ট্রপক্ষ বা বাদী আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি।