বাংলারজমিন
শাহ্জাদপুর সমাজসেবা কার্যালয়ের ভগ্নদশা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবারসিরাজগঞ্জের শাহ্জাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়টি এখন নিজেই রুগ্ণ এবং ভগ্নদশায় পরিণত হয়েছে। অফিসে বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা ভাতাভোগীদের। সেমিপাকা টিনের ছাউনি দেয়া এ অফিস কার্যালয়টি অনেক আগেই ভেঙে পাকা বহুতল ভবন করার প্রয়োজন দেখা দেয়। কিন্তু উদ্যোগের অভাবে সেটি আর হয়নি।
জানা গেছে, উপজেলা পরিষদের মাসিক সভায় প্রায়ই এ নিয়ে প্রস্তাব উঠলেও কোনো অগ্রগতি নেই। বছরের পর বছর ধরে কেবল আশ্বাস দেয়ার মধ্যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে। খবর নিয়ে জানা গেছে, এই অফিসটি থেকে প্রায় ৪৭ হাজার উপকার ভোগীর সেবা প্রদান করা হয়। প্রতিদিন প্রায় শতাধিক মানুষকে নানা প্রয়োজনে অফিসটিতে ভিড় করতে দেখা যায়। কিন্তু অফিসে স্থান সংকুলান না হওয়ায় রোদ, বৃষ্টি-বাদল থেকে বাঁচার জন্য রাস্তা বা অন্যের বারান্দায় আশ্রয় নিতে হয়। সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় বৃদ্ধ ও বয়স্ক মানুষদের।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, উপজেলা পরিষদ থেকে সমাজসেবা অফিসের জন্য ১০ শতক জায়গা অনেক আগে বরাদ্দ দেয়া হয়। কিন্তু এখানে কোনো পাকা ভবন তৈরির পদক্ষেপ নেয়া হয়নি। বর্তমানে এ স্থানটিই সেমিপাকা টিনের ছাউনি দিয়ে রুম করে অফিসের কার্যক্রম চলছে। তবে সেবাগ্রহীতাদের বসতে দেয়া মোটেও সম্ভব হয় না। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে বিল্ডিং ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের জন্য জায়গা দেয়া হয়। তবে সেখানে কোনো স্থাপনা নির্মাণ কর যায়নি। সামনে সুযোগ এলে পদক্ষেপ নেয়া হবে।