ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিঃ

খেলা

চট্টগ্রাম পর্ব শুরু আজ, দর্শক খরার শঙ্কা

ইশতিয়াক পারভেজ, চট্টগ্রাম থেকে
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারmzamin

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। তবে এখানে এখনো লাগেনি চার-ছক্কার উত্তাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বা বিপিএল গভর্নিং কাউন্সিলের নেই কোনো প্রস্তুতি। এমনকি স্টেডিয়াম এলাকাতেও উত্তেজনার আঁচ টুকু লাগেনি। যদিও জহুর আহমেদ  চৌধুরী স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে। তবে টিকিট বিক্রিতেও খুব একটা সারা মেলেনি বন্দরনগরিতে। হয়তো ছুটির দিন না হওয়াতে খুব একটা দর্শক পাওয়া মুশকিল হবে চট্টগ্রামের প্রথম পর্বের প্রথম দিনে। নিজেদের ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুদিন আগেই এসেছে শহরে। টিম হোটেলের সামনে খানিকটা ভিড় থাকলেও খুব বেশি উত্তাপ নেই নিজেদের দল নিয়েও। গতকাল মাঠে অনুশীলনটা সেরে নিয়েছে হোম টিম। সকাল ৯ টায় সাগরিকাতে তারা অনুশীলন শুরু করে। বেলা সাড়ে ১০ টার দিকে মাঠে প্রবেশ করে  তাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি এই দুই দল। সমান ১০ পয়েন্ট দুই দলেরই। তবে রান রেটে এগিয়ে থেকে কুমিল্লা তালিকার দ্বিতীয় ও চ্যালেঞ্জার্সরা আছে তৃতীয় স্থানে। দুই দলেরই লক্ষ্য প্লে অফে যাওয়ার জন্য নিজেদের পয়েন্ট বাড়িয়ে এগিয়ে থাকার। চলতি বিপিএলে প্রথম দেখায় ভিক্টোরিয়ান্সদের কাছে বাজে ভাবে হেরেছে চট্টগ্রাম। তাদের জন্য আজ নিজেদের ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ। অন্যদিকে দিনেরে আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। বিপিএলে রান খরা নিয়ে থাকে নানা আভিযোগ। তবে চট্টগ্রাম পর্বে সবাররই জানা এখানে হয় চার-ছক্কার বৃষ্টি। স্কোর বোর্ডে রানও উঠে। ঘরের মাঠ নিয়ে রান উঠবে এমনটা বিশ্বাস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। তিনি, ‘চট্টগ্রামে এমনিতে ভালো রান হয়। গত বিপিএলেও আমরা দেখেছি। এবারও আবহাওয়া ভালো। আশা করছি বড় স্কোরের ম্যাচ হবে। আর ঘরের মাঠে খেলা তাই আশা করি চট্টগ্রামের সমর্থ্যকরা মাঠে আসবেন আমাদের সাপোর্ট করতে।’ 

অন্যদিকে চট্টগ্রাম পর্বেই নির্ধারণ হয়ে যাবে  প্লে অফে  কোন চার দল নিশ্চিত করবে! ৯ ম্যাচে ৮ হারে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে দূর্দান্ত ঢাকা। একই সমান ম্যাচে ছয় পায়েন্ট পাওয়া সিলেট স্টাইকার্সের তিন ম্যাচ বাকি থাকলেও তাদেরও প্লে অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষিণ।  রেসে টিকে থাকা চার দল রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা এই পর্বেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। যে কারণে দলে ভিড়াচ্ছে বিদেশি ও দেশি ক্রিকেটারদের। চলতি বিপিএলে শুরুতে তারকাশূন্যতা থাকলেও বিপিএলে এখন  যেন তারার মেলা বিশেষ করে চট্টগ্রাম পর্বে। সেটা আরো বাড়ছে বৈ কমছে না। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে চট্টগ্রাম পর্বে যুক্ত হচ্ছে আরো কিছু বড় নাম। খুলনার হয়ে খেলতে গতকাল ঢাকায় আসেছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। আজ রংপুরের বিপক্ষে তাঁর মাঠে নামার কথা। খুলনার টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পর্ব শেষ করেই আবার চলে যাবেন হেলস। চট্টগ্রাম পর্বেই খুলনা পাচ্ছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল ও ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। নিয়মিত একাদশের দুই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজকে পিএসএলের জন্য আগেই ছেড়ে দিয়েছে দলটি। চলে গেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও। হেলস-হোল্ডাররা নিশ্চিতভাবে দলটির শক্তি বাড়াবে। 

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এসএ-২০ শেষ করে কুমিল্লা দলে যোগ হচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তারকার সঙ্গে দর্শকের আগ্রহ আকাশ ছুঁতে রানও তো চাই। ঢাকার প্রথম পর্ব ও সিলেটে যেটার কমই দেখা মিলেছে। ঢাকার দ্বিতীয় পর্বে অবশ্য কিছু বড় স্কোরের দেখা পাওয়া গেছে। চট্টগ্রাম পর্বে সেটাও পাওয়া যাবে বলে বিশ্বাস শুভাগত হোমের। অন্যদিকে কুমিল্লার বিপক্ষে প্রথম দেখায় টসে হেরে ব্যাট করতে নেমে ৭২ রানে গুটিয়ে গিয়েছিলো চট্টগ্রাম। যদিও অধিনায়ক মনে করেন পেছনের কথা ভুলে এগিয়ে যাওয়াই হবে আসর কাজ। শুধু তাই নয় চট্টগ্রামকে এবার বিপিএলের শুরুতেই মনে হয়েছিলো তারকা শুন্য দূর্বল দল। কিন্তু ৮ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। যে কারণে অধিনায়ক শুভাগত স্পষ্ট করেই জানিয়ে দিলেন টি-টোয়েন্টিতে কাগজে-কলমে শক্তিশালী হলেই হবেনা মাঠে যারা ভালো খেলবে তারাই জিততে। তিনি বলেন, ‘খাতা কলমে আর মাঠের খেলার মধ্যে পার্থক্য আছে। আমরা শুরুতে অনেক শুনেছি যে দলে নামীদামী কেউ নেই। কিন্তু দল পারফর্ম করেছে। এখনো সেভাবে চেষ্টা করছি। যারা দেশি ও বিদেশি আছি, সবাই চেষ্টা করছে। আমরা পয়েন্ট টেবিলে তিন নম্বর আছি। এখন চাইব যে যত দ্রুত পারি প্লে অফটা নিশ্চিত করতে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status