খেলা
ফিলিস্তিনের ‘না’ সাফের আগে আন্তর্জাতিক ম্যাচহীন সাবিনারা
স্পোর্টস রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারচলতি মাসেই ফিলিস্তিন নারী দলের বিপক্ষে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরে নারী সাফের প্রস্তুতি সাড়তেই ম্যাচ দুটি খেলতে চেয়েছিল নারী দল। কিন্তু ফিফা উইন্ডোতে ফিলিস্তিন নারী ফুটবল দল তাদের বাংলাদেশ সফর বাতিল করেছে। ফিলিস্তিন নারীরা না আসায় ফিফার এই উইন্ডোতেও মাঠে নামা হচ্ছে না সানজিদা আক্তার-কৃষ্ণা রানী সরকারদের। এর আগে সৌদি নারী ফুটবল দলও বাংলাদেশে আসবে না বলে জানিয়ে দেয়। পর পর দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ নারী ফুটবলাররা। এই মুহূর্তে অন্য কোনো দলকে আনাটা কঠিন বলে মনে করছেন বাফুফের কর্তারা। তাই এপ্রিলে ফিফার পরবর্তী উইন্ডোর দিকে নজর তাদের। গত মাসেই ফিলিস্তিনের ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত করেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুটি প্রীতি ম্যাচের তারিখ চূড়ান্ত না করলেও ১৩-২২শে ফেব্রুয়ারি ছিল সম্ভাব্য তারিখ। তার আগেই ফিলিস্তিন ফুটবল ফেডারেশন বাংলাদেশকে না বলে দিয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) চ্যাম্পিয়নশিপের কথা। ১৯শে ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হবে আট দল নিয়ে ওয়াফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’তে ফিলিস্তিন খেলবে নেপাল, সিরিয়া ও ইরাকের বিপক্ষে। মূলত ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্টটি হওয়ায় ফিলিস্তিনের জন্য বাংলাদেশের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অসম্ভব। আর টুর্নামেন্ট শেষ হবে ২৯শে ফেব্রুয়ারি। এ কারণেই ফিলিস্তিন নারী দল আসবে না জানিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ গত ফিফা উইন্ডোতে সৌদি আরব না করার পর আমরা চেষ্ঠা করেছিলাম ফেব্রুয়ারির উইন্ডোতে ফিলিস্তিন নারী দলকে ঢাকা এনে দুটি ম্যাচ আয়োজন করার। কিন্তু তারা একটি টুর্নামেন্টে অংশ নেয়ার কারণে আসতে পারছে না। তবে আমরা চেষ্টা করছি আগামী উইন্ডোতে শক্তিশালী কোন দলকে এনে সাফের আগের মেয়েদের দুটি ম্যাচের ব্যবস্থা করার।’ বাংলাদেশ নারী জাতীয় দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছরের ডিসেম্বরে। ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ এবং ৮-০ গোলে জিতেছিল সাইফুল বারী টিটুর দল। সেই সাফল্যের পর সৌদি আরবকে এনে মেয়েদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা করেছিল বাফুফে নারী ফুটবল কমিটি। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটির পর এবার ফিলিস্তিনও না বলায় আবারও অনেক দিনের জন্য খেলার বাইরে চলে যাচ্ছেন সাবিনারা। কারণ এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার যে পরিকল্পনা নিয়েছিল ফেডারেশন, ফিলিস্তিন না আসায় সেখানে একটা ধাক্কা খেয়েছে।