খেলা
ভারতকে হারিয়ে শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন
টসের সময় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব'১৯ দলের অধিনায়ক হিউ ওয়াইবগিন বলেন ‘বড়দের অনুকরণ করতে পারা দারুণ হবে।' পরে সেটিই করে দেখালো তার দল। ৩ মাস আগেই ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া জাতীয় দল। এবার তাদের অনুসরণ করে ভারতের অনূর্ধ্ব'১৯ দলকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো জুনিয়র অজিরা। অনূর্ধ্ব'১৯ বিশ্বকাপে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ শিরোপা।
আজ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ভারতের বিপক্ষে ৭৯ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে আগে ব্যাটিং করে ২৫৩ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং।
এরপর সেটা ডিফেন্ড করতে নেমে ভারতকে ১৭৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। বল হাতে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার মাহলি বিয়ার্ডম্যান। অফ স্পিনার র্যাফ ম্যাকমিলানের প্রাপ্তিও তিনটি। ক্যালাম ভাইডলার নেন দুই উইকেট।
বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভারত হারলে মনের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। ক্যারে এতো খুশি লাগে ক্যারে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভারত হারলে মনের মধ্যে আনন্দের মহা প্লাবন বয়ে যায়। এত খুশি লাগে ক্যার।
Thank you Australia for defeating India.
Eid Mubarak
রমজানের আগেই ঈদ!!! ঈদ মোবারক।