ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ভোটের আগেই করাচিতে নির্বাচন কমিশনের কাছে বিস্ফোরণ

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন

mzamin

আগামী ৮ ফ্রেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন। তার আগে করাচিতে পাকিস্তানের নির্বাচন কমিশন অফিসের কাছে বিস্ফোরণের খবরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ জানিয়েছে যে, বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করাচির রেড জোন এলাকায় অবস্থিত পোল প্যানেল অফিসের পাশে একটি শপিং ব্যাগে বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিল।

এআরওয়াই নিউজের মতে, বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে বিস্ফোরণটি যেখানে হয়েছিল সেখানে তলব করা হয়। বিস্ফোরণের ধরন এবং এর তীব্রতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের বেলুচিস্তানে সাধারণ নির্বাচনের আগে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণ, যার ফলে অসংখ্য প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে, বেলুচিস্তান পোস্ট এখবর নিশ্চিত করেছে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে সবজাল রোডে পুলিশ পোস্টের কাছে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য একটি ঘটনায়, কোয়েটার কামবারানি রোডে পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) -এর নির্বাচনী অফিস এবং একটি পুলিশ  বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় । নির্বাচন কমিশনের কাছেও  ঘটনাগুলির খবর পৌঁছেছে  এবং বোমা হামলার বিষয়ে বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক এবং মুখ্য সচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিশন।

এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, "প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তান জুড়ে কমপক্ষে ১০টি বোমা এবং গ্রেনেড হামলা হয়েছে। কোয়েটা, খুজদার এবং তুরবাতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং ন্যাশনাল পার্টির অফিস এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- মেনগাল (বিএনপি-এম) ও  জামিয়াত-ই-ইসলামি-ফয়জলের একটি যৌথ কার্যালয়ে গ্রেনেড দিয়ে  হামলা চালানো হয় ।

বিজ্ঞাপন
তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ধাদর ও পঞ্জগুর জেলা প্রশাসকের কার্যালয়েও  হাতবোমা ছোড়া হয়।

সূত্র :  wionews

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status