অনলাইন
ফিরোজার বাইরে পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১০:০৬ অপরাহ্ন

পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ফিরোজা থেকে তার গাড়িবহর বের হয় গুলশান-২ নম্বরে ছোট ভাইয়ের বাসায় উদ্দেশে। সেখানে তিনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ^াস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত আছেন।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ই মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। এর আগে কারামুক্ত হলেও শারীরিক অবস্থার কারণে বেগম খালেদা জিয়া বাইরের কোনো কর্মসূচিতে অংশ নেননি। সর্বশেষ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।