অনলাইন
বিএনপির তারুণ্যের সমাবেশে যা বললেন তামিম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(১০ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৮:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বলেছেন, ১৫ বছর আগে চট্টগ্রাম থেকে অনেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করতো। ভুলগুলো শুধরে নিতে পারলে আমরা আবারো সেই জায়গা ফিরে পাবো। শনিবার বিকালে চট্টগ্রাম মহানগরের টাইগারপাস সংলগ্ন ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকেল ৫টা ১৫ মিনিটে তামিম ইকবাল মঞ্চে উঠেন। এ সময় পলোগ্রাউন্ডে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তামিম ইকবালকে স্বাগত জানান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে উষ্ণ সংবর্ধনা জানান। তামিম হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
তামিম ইকবাল বলেন, আপনারা যদি এখন মনে করেন, অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি। তাহলে এটা একটা স্পোর্টসম্যানের (খেলোয়াড়) কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে হয়তো বা আমার কোন একটা ভুল ছিল যে কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি। আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে। আমাদের কি ভুল ছিল। আমরা কোন জায়গায় ভালো করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাআল্লাহ দেখবে যেভাবে আজ থেকে ১৫ বছর আগে চট্টগ্রাম থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো, আমরা আবারো সেই জায়গা ফিরে পাবো।
তিনি বলেন, আমার সাথে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসরাফিল খসরু, হুম্মাম কাদের চৌধুরী ভাইয়ের কথা হয়। ওনারা যখন সুযোগ পাবেন তখন চেষ্টা করবেন চট্টগ্রামকে অগ্রাধিকার দিতে। চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফিরে যেতে চাই। এত ভালবাসা পেয়ে আমি খুব হ্যাপী। আগামী দিনে আরও দেখা হবে।