অনলাইন
একসঙ্গে মরতে এসে সরে গেল প্রেমিকা, ট্রেনে কাটা পড়ল প্রেমিক
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন
একসঙ্গে আত্মহত্যা করতে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন প্রেমিক, তবে পিছপা হয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। রাজ্যের বালোতারা জেলার খেদ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলে রাজু ভাট নামের ওই ব্যক্তির (৩৪) মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
রাজু নামের ওই ব্যক্তির স্ত্রী ছাড়াও আট ও পাঁচ বছর বয়সী দুই সন্তান রয়েছে। কিন্তু প্রায় এক বছর আগে একই গ্রামের রাভিনা (২০) নামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাজু। তবে নানা কারণে তারা বিয়ে করতে পারেননি। বৃহস্পতিবার এ নিয়ে রাজু ও রাভিনার মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়, পরে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এরপর চলন্ত ট্রেনের সামনে রাজু ঝাঁপ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করে পিছিয়ে যান রাভিনা।
ঘটনার পর ট্রেনের গার্ড ও স্টেশনের অন্যান্য কর্মীরা রাজুর মরদেহ বালোতরা স্টেশনে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
অবশ্য নিহতের ভাই বীরমারাম অভিযোগ করেন, রাজু এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। রাজুকে রাভিনার পরিবার খুন করেছে এবং তার মৃতদেহ ট্র্যাকের উপর রেখেছিল যাতে মনে হয় সে আত্মহত্যা করে মারা গেছে।
এ ঘটনার পর রাজুর পরিবার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে। রাভিনাকে গ্রেপ্তারের দাবি তুলেছে তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
No need to comment on this nasty issue.
পুরুষের জয় ও প্রেমের পরাজয় !
Allah sobaike hedyet dan koro
মহিলাকে দোষ দিয়ে নিউজ কেন? যে পরকীয়া অপরাধ করে তার জন্য মৃত্যু শতভাগ নিশ্চিত।
মহিলা একজন বিশ্বাস ঘাতক হিসেবে বেচে রইলো।অথচ স্ত্রী, সন্তানের ভালোবাসা ত্যাগ করে ঐ নারীর প্রতি অবৈধ ভালোবাসাকে সম্মান দেখাতে পুরুষটা জীবন দিলো। দুজনেই ঘৃণ্য এ অপরাধে অপরাধী।
পাগল ছাড়া ঘরে বউ বাচ্চা রেখে প্রেম করতে পারে না । এটা একটি পাগলের পরিণতি ।
লেডিস্ ফাস্ট কেন? কথাটির মর্মার্থ পুনরুজ্জীবিত হলো।