অনলাইন
বাড়লো সয়াবিন তেলের দাম
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। এত দিন যা ছিল ১৭৫ টাকা। অর্থাৎ ১৪ টাকা বেড়েছে।
অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯ টাকা। অর্থাৎ খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আজ মঙ্গলবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।
পাঠকের মতামত
দাম বাড়ার ঘোষণা দেয়ার দিনেই বেশি দামে তেল কিনতে হচ্ছে। গতকাল পলিব্যাগ নির্ধারিত দামের থেকেও ৫ টাকা বেশি দিয়ে কিনতে হল। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। শুধু সরকারকে দোষ দিয়ে লাভ কি? দোকানদার গুলাই সুযোগের ব্যবহার করছে।
এতো তেল রোজার আগে সমুদ্রে ভাসিয়ে রেখে মানুষদের কষ্ট দিল৷ আর এখন রমজান শেষ কিন্ত রাষ্র্টীয় ভাবে তেলের দাম বাড়ানো হচ্ছে????