ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

পশ্চিমবঙ্গে মহাসমারোহে পালিত হচ্ছে নববর্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের মতো বিপুল উচ্ছ্বাস না থাকলেও পশ্চিমবঙ্গ জুড়ে মঙ্গলবার পালিত হচ্ছে নববর্ষকে বরণের উৎসব। এখানকার ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার পহেলা বৈশাখ। ঐতিহ্য মেনে বাঙালিরা নববর্ষ উৎসব পালন করছেন মহাসমারোহের সঙ্গে। ‘এসো হে বৈশাখ’ গানে মেতে উঠেছে সকাল থেকে মানুষজন। অবশ্য গত সোমবার বিভিন্ন জায়গায় বর্ষ বিদায়ের অনুষ্ঠান হয়েছে। আর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় বেরিয়েছে শোভাযাত্রা। সারাদিন ধরে চলছে গান-বাজনা ও খাওয়াদাওয়া। কলকাতায় ভাষা ও চেতনা সমিতি নবজাগরণের সহযোগিতায় পালন করছে দিনভর নববর্ষ উৎসব।

কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে রাণুচ্ছায়া মঞ্চে চলছে এই অনুষ্ঠান। রাজপথে আঁকা হয়েছে আলপনা। সকালে পার্ক স্ট্রিট ভারতীয় জাদুঘরের পাশে সরকারি কারু ও চারুকলা মহাবিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বেরিয়েছিল। সারাদিন ধরে চলছে গান, নাটক ও পুতুল নাচ। দুপুরে পান্তাভাতসহ শুটকির আয়োজনও হয়েছে। শন্তিনিকেতনে বিশ্বভারতীতেও ঐতিহ্য অনুযায়ী বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে সকালে শোভাযাত্রা ও প্রার্থনার মধ্য দিয়ে।

‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’-এই বার্তা দিয়ে চলছে উৎসব পালন। প্রচুর সংখ্যক পর্যটক এসেছেন এই উৎসবে অংশ নিতে। কলকাতার বইপাড়া হিসেবে পরিচিত কলেজস্ট্রীটের বইয়ের দোকানগুলোও নববর্ষ উপলক্ষে লেখক ও পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে। ব্যবসায়ীরা হালখাতার রেওয়াজ পালন করছেন ভক্তি সহকারে।

এদিকে, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি, এ বছর আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।

পহেলা বৈশাখের সকালেও রাজনীতির ময়দান ছাড়তে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুকে নববর্ষের প্রভাতী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এর পর পুজো দেন শহরের বর্গভীমা মন্দিরে। সেখান থেকে বেরিয়ে শুভেন্দুবাবু জানান, রাজ্যের হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে নিয়ে এসেছেন তিনি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status