অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

অন্তবর্তীকালীন সরকারের আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকা বিষয়ে ‘আমি কিছুই বলিনি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাঁচ বছর থাকা নিয়ে সাংবাদিকরা তার ওই বহুল আলোচিত মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো বলি নাই। জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই। সরকার তো বলেই দিয়েছে, ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সুনামগঞ্জ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ‘সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে শুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’ এরপর এই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পাঠকের মতামত
আমার দেশের জন্য ডক্টর ইউনুস-ই-যথেষ্ট। May Allah bless him! ameen...
হ্যাঁ না ভোট হোক
জনগন আপনাদের পাশে আছে।
আসলে এখন ইউনুস সরকারের উচিত একটা হ্যাঁ/না ভোটের আয়োজন করা, যাতে জানা যাবে জনগণ সংস্কারের জন্য এই সরকারকে আরও ৫ বছর চায় কি না। বিএনপি তো আসলে নির্বাচিত হলেও সবকিছু লেজে গোবরে করে ফেলবে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাবে। তারপর আওয়ামী লীগ আবার ৫ বছর পরে এসে আগের মতো শিকড় গেঁড়ে বসে যাবে। এতজন শহীদের জীবন বিসর্জন করে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা বিলীন হতে দেয়া যায়না। ইন্টারনেটের ফ্রীলান্সার দালালদের একথাটা মনে রাখতে হবে। রাস্তায় গিয়ে জনমত নিয়ে দেখুন মানুষ এই চাঁদাবাজদের আর চায় কিনা?
আপনারা যারা জনগণের দোহাই দিয়ে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আসুন, আমরা সবাই ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে নেই। জনগণের মতামত যাচাই করার বিশ্ব স্বীকৃত পদ্ধতি অনুসরণ করি। গায়েবী কথা বলে দেশকে অস্থিতিশীল করার ধান্ধাবাজী কৌশল পরিহার করি। এতে ধান্ধাবাজদের ধান্ধা হয়ত সফল হবে না, কিন্ত সাধারণ জনগণ উপকৃত হবে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে কি বলছেন সেটা কমবেশি সবাই ওয়াকিবহাল। আপনি কি জনগনের মুখপত্র? আপনার চাওয়ার সাথে তথাকথিত জনগণের বক্তব্য মিলে যাওয়াই আপনি আপনার মনের কথা বলে ফেলেছেন। এখন চেষ্টা করছেন ভুলভাল ব্যাখ্যা দিয়ে বিষয়টি হালকা করার।