রাজনীতি
সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা তদন্তে শনিবার ফরিদপুর যাচ্ছে বিএনপির টিম
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা সরজমিন তদন্ত করতে ফরিদপুর যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। ৩রা ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকা থেকে রওনা করবেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। প্রথমের ফরিদপুর ফরিদপুর জেলায় যাবেন, পরে খুলনা বিভাগে সরজমিনে তদন্ত করবেন তারা। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তদন্ত কমিটি'র নেতৃত্ব দেবেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। উল্লেখ্য, গত সোমবার জাতীয় নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হুমকিসহ নিপীড়ণ-নির্যাতনের ঘটনা সরজমিনে তদন্ত করার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি।