ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

মির্জা আব্বাস

ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মানবো না

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৬ অপরাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন, আমরা কারেকশন (সংশোধন) করব। সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে বিএনপি। শনিবার বিএনপির ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, যারা এ দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না।’

বিশেষ কিছু দলকে সুবিধা দেয়ার জন্য সংস্কার চলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা চাই, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, ততটুকু করে নির্বাচন দিন। নিবার্চনের পর যে–ই ক্ষমতায় আসুক, তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব।’

কোনো অনির্বাচিত সরকার ও ব্যক্তির কোনো কথা মেনে নেবেন না বলে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা নির্বাচনী সংস্কার করুন। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।’

কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে না দেয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই। এ দেশের মানুষ বহু জেলজুলুম সহ্য করেছে। আমরাও বহু জেল খেটেছি। আর জেল খাটতে চাই না। দেশটাতে বহু বছর পর ড. মুহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।’

বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘আমরা দেখছি, ড. মুহাম্মদ ইউনূসকে একদল লোক বোকা পেয়েছে, যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। ওই লোকগুলো, যারা সংবিধান নতুন করে লিখতে চায়।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনার ডান পাশে, বাঁ পাশে যারা পরামর্শ দেয়, তারা কারা? তাদের সঙ্গে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সমন্বয়কদের একজন বলছে, ৫ আগস্টের আগে বিএনপি এক দফার পক্ষে ছিল না। তারা নাকি বিএনপির মহাসচিবের কাছে গেলে তিনি জানিয়েছেন, এক দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আসলে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। একটাই দাবি ছিল, শেখ হাসিনার পতন, এটা মুখ ফুটে বলার দরকার নেই।’

ঢামেকের ডা. মিলন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্যসচিব তানভীর আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

Amra akhon o onek santite aci. Alahamdulliah.

Md.Rubel Hossain
১৭ মার্চ ২০২৫, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

Because we don't believe in reform, we believe in absolute power, Right?

Mahabubul hoq
১৭ মার্চ ২০২৫, সোমবার, ১২:১৩ অপরাহ্ন

একমাত্র লুটেরা, ক্ষমতালুলুপরাই প্রফেসর ইউনুসের সংস্কার মানবেনা কিন্তু জনগণ মানবে।

Nilima
১৭ মার্চ ২০২৫, সোমবার, ১০:৫১ পূর্বাহ্ন

হ্যাঁ। সংস্কার দরকার নেই, কারন লুটেপুটে খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে।

Samiran Arku Tapas
১৭ মার্চ ২০২৫, সোমবার, ৯:৪৩ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status