রাজনীতি
অনেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়: নুর
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়।
শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের চলমান রাজনৈতিক সংকট আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত-আধিপত্য বেড়েছে। এ সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে।
সংস্কার প্রসঙ্গে নুর বলেন, গত ছয় মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণঅধিকার পরিষদ এখনও কোনো দলের সাথে জোট করেনি বলেও জানান তিনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান ও রবিউল হাসানের সঞ্চালনায় আরো সভায় আরও বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, নুরে এরশাদ সিদ্দিকী, ফাতিমা তাসনিম, আশরাফুল বারী নোমান, জসিম উদ্দিন আকাশ, মাহবুব জনি, খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক গোলাম সরোয়ার খান জুয়েল, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ প্রমুখ।