রাজনীতি
ছাত্রদলকে উদ্দেশ্য করে শিবির সভাপতি
উদারতাকে দুর্বলতা ভাববেন না
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন
ছাত্রদলকে উদ্দেশ্য করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদের সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি- ‘অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন।
মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?
আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ (কম হোক বা বেশি হোক), তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টোপথে। দখলদারিত্বের মনোভাব পরিহার করে, শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।
তিনি বলেন, যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে, আপনাদেরও একই পরিণতি করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক- এই কামনা। নতুবা সকল ব্যর্থতা ও পরিণতির দায় নিজেদেরই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না। এই প্রজন্ম যথেষ্ট সচেতন।
পাঠকের মতামত
Thanks shibir.
স্বাধীনতা বিরোধী রাজাকারদের উত্তরসূরিদের এসব হুংকার জাতি মেনে নিবে না । তারা ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে তলে তলে ক্ষমতার স্বাদও নিয়েছে এখন আবার বড় বড় কথা বলেন ।
Right statement
Well said. Agree with ICS CP
উদারতা আর বিচক্ষনতা শিবির কে ধারণ করে।
ধন্যবাদ শিবিরকে সুন্দর এবং গঠনমূলক কথা বলার জন্য
প্রথম তো বলল শিবিরই সব করেছে, ওনারা কিছু জানেইনা--- পরে দেখা গেলো যুবদলের "রামদাওয়ালাকে" বহিষ্কার করলো।ঘটনা বুঝা গেলো ??
ছাত্রদলের উচিত হবে, গুপ্ত সংগঠন শিবিরের সকল অবৈধ পথ রুদ্ধ করা। ছাত্রদলের আরও সাহসী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।
সঠিক বলেছেন শিবির সভাপতি
বিএনপি-আওয়ামিলীগ ও ছাত্রদল-ছাত্রলীগ মুদ্রার এপিঠ ওপিঠ ।বাংলার জনগণ আগেও জানতো কিন্তু সহজ সরল জনগণ মনে করছিল এরা সুধারাবে কিন্তু যা হওয়ার তাই । হক কথা বলছি দেখে অনেকে আমাকে শিবির মনে করতে পারেন । আমি যেটা চাই শিবির থাকলে আমার ছেলে মেয়েরা আর কিছু হোক বা না হোক অন্তত সুশিক্ষিত হবে এটা নিশ্চিতভাবে বলতে পারি ।
Right
বাংলাদেশ ছাত্রশিবির জিন্দাবাদ
ছাত্রশিবিরকেও বলবো, যাহা করিবেন প্রকাশ্যে করিবেন। আপনাদের গোপন কার্যক্রম পরিচালনার প্রবণতা বেশি।
We all know that shibir are goons.
Great Leader
লিফলেট বিতরণ কে বাধা দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়ে মুখে মধু অন্তরে বিষ
আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদী হাসিনার যে পরিনতি হয়েছিলো ভবিষ্যতে তাদের ও এক ই পরিনতি হবে।
আপনারা ছাত্রলীগ কে আত্মপ্রকাশের নামে দলে ভেড়াবেন। নামে বেনামে (গুপ্তচরের মত) কার্যক্রম চালাবেন। সব জায়গায় কমিটি দিবেন, রাজনীতি করবেন। আর অন্যরা রাজনীতি করতে চাইলে সাধারণ শিক্ষার্থীর লেবাজে কান্নাকাটি করবেন। এইসব ভণ্ডামি মানুষ বুঝে।
এটিই যদি গণতন্ত্রের ভাষা হয় তবে, আমি বলবো এটি সরাসরি হুমকি। দেশের মানুষ নিশ্চয়ই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। বিএনপি-আওয়ামীলীগকে ক্ষমতা থেকে নামানো যায় কিন্ত এই দল যদি ক্ষমতায় যায় তবে, তাদেরকে নামানোর কোন উপায় জনগণের থাকবে কি?
এখানে সব কমেন্ট দেখি একটি পক্ষের!
সময়োপযোগী বক্তব্য।
Thank you. সঠিক বলেছেনi ধন্যবাদ
সহমত পোষন করছি
সময়োপযোগী বক্তব্য।
Thank you.
সঠিক বলেছেন
ধন্যবাদ প্রিয় ভাই