রাজনীতি
ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ মার্চ ২০২৫, রবিবার, ৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জে আসাদ উল্লাহ খান নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে। আহত আসাদ উল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযোগ রয়েছে- ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধার ছত্রছায়ায় ওই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর সাঙ্গপাঙ্গরা এই ঘটনা ঘটায়।
রোববার বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পাঠকের মতামত
ছাত্রদল এর চাচ্চুরা তোমরা আর বলিও না, শিবির রগ কাটে
ছাত্রদল এর চাচ্চুরা তম
আগে থেকেই নিজেদের লোকেদের রগ কেটে প্র্যাকটিস করছে। ভোটে জিতলে জনগণের রগ কাটবে।
বিএনপি রগ কাটার রাজনীতি করে আর শিবিরের নামে দোষ চাপায়।
কারা যেন খুর পার্টি রিজভী সাহেব?
ক্ষমতার আগেই বিএনপি রগ কাটা শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে জনগন রগ নিয়ে চলতে পারবে কি ?
রগ কা টে বিএনপি আর দোষ হয় জামায়াত শিবিরের!
এতদিন ছাত্রদলের নেতারা বলতো যে শিবির নাকি রগ কাটে এখন দেখছি বিএনপির লোক রগকাটার দায়ে বহিষ্কার হয় ব্যপারটা হাস্যকর
বিএনপি কি বুঝতে পারছে তাদের সাথে জনগণের মাঝে দূরত্ত্ব বাড়ছে? আগামী নির্বাচনে জনগণ যে লাল কার্ড দেখিয়ে দিবে !