ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে অসহায়-দরিদ্র সব মানুষের চিকিৎসার ব্যবস্থা করবো: দুলু

নাটোর প্রতিনিধি

(৬ দিন আগে) ৩ মে ২০২৫, শনিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০১ অপরাহ্ন

mzamin

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে নাটোরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়নি। আপনারা জানেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ৩১ দফা দিয়েছেন। তিনি ২০২২ সালে এই ৩১ দফা দেন।  ৩১ দফায় স্বাস্থ্য সেবার কথা বলেছেন। ২৬ নাম্বার এজেন্ডায় তিনি বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি উল্লেখ করেছেন।

বাংলাদেশের মানুষ যারা অসহায়, দরিদ্র, যারা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের সে সব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো। যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে সেই  নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়লাভ করাবেন ইনশাল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব-দুঃখীদের  স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

তিনি গতকাল শুক্রবার  নাটোর সদরের হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে গামা স্মৃতি সংস্থার প্রযোজনা ও ডা. নাসির উদ্দিন তালুকদার এর স্মরণে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে  এসব কথা বলেন। 

 এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল  আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্মৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মাইনুল ইসলাম সহ গামা স্মৃতি সংঘের সদস্যবৃন্দ।

 

পাঠকের মতামত

যতদিন নেতা নেত্রীরা চিকিৎসার জন্য বিদেশে যাবেন, ততদিন দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে না।

Ruhul Islam
৪ মে ২০২৫, রবিবার, ২:৪৮ অপরাহ্ন

দুলু, দুদু, ফজলু হারুন, খোকন সব পারে?

No name
৪ মে ২০২৫, রবিবার, ২:১৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status