রাজনীতি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ করছে এনসিপি।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে এবং রাজনীতি করার নৈতিক অধিকারও খুইয়েছে। এখন সময় এসেছে দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করার।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের কেউ আর নির্বাচনে অংশ নেয়ার অধিকার রাখে না। আসন্ন নির্বাচন পরিচালনার জন্য নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে, তার উচিত হবে এই বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তবে তা জনগণ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করবে।
পাঠকের মতামত
ফ্যাসিস্ট, গণশত্রু,জালিম আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি জামায়াতের শিথিলতায় জাতি হতাশ