ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ অপরাহ্ন

mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্রবলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদেরকে অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে। রোববার এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা বলেন। 

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ এবং পরবর্তীতে ইসলামি ছাত্রশিবিরকে নিতে হবে। 

এতে আরও বলা হয়, স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়। তারা বলেন, অপারেশন সার্চলাইট এ শহীদ মধুদা’র মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন।

পাঠকের মতামত

জামায়াত-শিবিরকে নব জন্ম দিয়েছিলো আপনাদের নেতা জিয়াউর রহমান।

মিলন আজাদ
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:২৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মতন শুরু করে দিয়েছে রাজাকার মুক্তি যুদ্ধ নিয়ে রাজনৈতি, ক্ষমতায় আসার আগে যা শুরু করেছে বিএনপি নামের দলটা, পরিনতি আওয়ামী লীগ থেকেও ভয়াবহ হবে,,

সবুজ
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

ভাই, আওয়ামীলীগ এর মতো দেশকে মুক্তিযুদ্ধ নিয়া টানাটানি কইরেননা। এবং দেশকে বিভক্তির দিকে নিয়ে যাইয়েননা।

সোহাগ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১১:৩১ অপরাহ্ন

এইসব ফালতু বিষয়। স্বাধীনতার এতো বছর পর এইসব আলোচনা ভালো লাগে না।

আশরাফ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৮ অপরাহ্ন

সেই পুরনো খেলা দুর্গন্ধযুক্ত রাজনীতি

মুহাম্মদ আবুল কালাম
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৭ অপরাহ্ন

চাঁদাবাজির প্রতিবাদ করলে আজ ইসলামি ছাত্র শিবিরকে শত্রু হতে হতো না। ছাত্র শিবির আল্লাহর দাসত্ব ছাড়া কারো কাছে মাথা নত করে না।

মাহবুবুর রহমান
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১১:০৯ অপরাহ্ন

O, Come on......

জনতার আদালত
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৭:৫৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status