রাজনীতি
সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়: ফখরুল
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
(২ দিন আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের মানুষের কাছে সব থেকে নিরাপদ ও নির্ভরশীল দল হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। ফেসবুক ইউটিউবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই মিটিংগুলোতে মানুষের মুখে বুঝতে পারবেন সবাই পরিবর্তন ও সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। আর বাংলাদেশের মানুষের কাছে সব থেকে নিরাপদ ও নির্ভরশীল দল হচ্ছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বিভাজন নয় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়৷ একটা ভালোবাসার বাংলাদেশ চায়। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা। নিজের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, কেউ অন্যায় করবেন না, যদি করে অন্যায় করেন তাহলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, তাই দলকে রক্ষা করার দায়িত্বও আপনাদের। আয়নাঘর ও হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। ৭ থেকে ৮ বছর পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে।
গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি ইলিয়াসের এখনও খবর পাইনি তার পরিবার। আমরা ভয়াবহ ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। এখন হাসিনা ভারতে বসে গুতোগুতি করছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না। মানুষ তাকে আর ক্ষমতায় আসতে দিবে না। আল্লাহ তা’আলার অশেষ রহমতে আমরা ভয়াবহ ওই ডায়নির হাত থেকে রক্ষা পেয়েছি। এটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তিনি শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরাও মামলা খেয়েছি, জেল খেটেছি। মামলায় লড়েছি কিন্তু আমরা তো পালিঢে কোথাও যায়নি। আপনি এতোই যদি গণমানুষের রাজনীতি করে থাকেন তাহলে দেশে আসেন না, যে মামলা গুলো হয়েছে সেগুলো লড়েন। এতো জনপ্রিয় মানুষ পালায় গেছেন কেন দেশে আসেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
I do not agree with the election
সবাই????? আমাকে বাদ দিয়ে গণনা করার জন্য অনুরোধ করছি।
ফেসবুক ইউটিউবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার মানে ওষুধের কাজ শুরু হয়েছে হা হা