ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নায়েবে আমির

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ

স্টাফ রিপোর্টার

(৬ দিন আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করিনা বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকাল ১০ টা ৩০মিনিটে জাতীয় সংসদের এলডি হলে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘এই জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। গত ৫৪ বছরে বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভেতরে ব্যাপক হতাশা আছে এবং তারা কিছুটা হলেও বঞ্চিত। এই জাতি একটি বীর জাতি। আমরা যখনই বঞ্চিত হয়েছি তার প্রতিবাদে প্রতিরোধ হয়েছে। মানুষ রক্ত ও জীবন দিয়ে সেখানে পরিবর্তন এনেছে। আমরা যেটা দেখি-আমরা ৪৭ সালে স্বাধীন হয়েছিলাম। কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা ৭১ সালে দীর্ঘ সংগ্রাম লড়াই, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা সেটা সময়ই বলে দেবে। এসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত ও জীবনের বিনিময়ে।’

তিনি আরো বলেন, ‘‘আমরা যারা নেতৃত্বে ছিলাম, তারা মানুষের ত্যাগ ও প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করিনি। এই যে পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা সুযোগ বলছি। এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। সেজন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে সংশোধনের জন্য সেভাবে ভূমিকা পালন করতে হবে। এরকম ‘অল এসপেক্টাম পার্টিসিপেশন’ অতীতের আন্দোলনগুলোতে হয়নি। এখানে শিশুরা এসেছে, বৃদ্ধরা এসেছে; যুবকেরা, শিক্ষিত-অশিক্ষিতরা এসেছে’’

নায়েবে আমির বলেন, ‘জামায়াতে ইসলামী একটি করাপশন ফ্রি (দুর্নীতিমুক্ত) বাংলাদেশ চায়। বাংলাদেশের আজকের দুরবস্থার পেছনে করাপশন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মোর‌্যাল বেইসড আকাউন্টেবিলিটি বেইসড, জবাবদিহিতার সমস্যা সবচেয়ে বড় সমস্যা, নৈতিকতার সমস্যা সবচেয়ে বড় সমস্যা। সুতরাং নৈতিকতা নির্ভর একটি উন্নত শিক্ষার আলোকিত সমাজ জামায়াত ইসলামী গড়তে চায়। এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে উপস্থিত আছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনেরেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতের আইনজীবী শিশির মনির। এছাড়া প্যানেল সদস্য হিসেবে অংশ নেয় মহিউদ্দিন সরকার।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, সাবেক বিচারপতি এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status